loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

  • কৃষক-জেলেদের জীবিকা সহায়তায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাকের উদ্যোগ

  • অমর একুশে বইমেলায় চতুর্থ দিনে নতুন বই ৪৭টি

  • স্বাস্থ্যখাত সংস্কারে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক সাতটি প্রস্তাব পেশ

  • ঢাকা মেট্রোরেল মে মাসে শুক্রবার সকালেও চলবে

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিক আর নেই


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিক আর নেই

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. আব্দুল মালিকের বয়স হয়েছিল ৯৪ বছর। 

আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তাঁর মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকার কার্ডিলোজি বিভাগের অধ্যাপক। তাঁর ছেলে মো. মাসুদ মালিক একজন ব্যবসায়ী এবং অপর ছেলে মো. মনজুর মালিক বর্তমানে ক্যানাডায় কর্মরত।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় আব্দুল মালিক তিনটি জানাজা হবে। এরপর সিলেটের পশ্চিমবাগে পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন। হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাঁকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিক্যাল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। ১৯৬৩ সালে সরকার তাঁকে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রেরণ করে। এরপর ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলোজিতে উচ্চতর প্রশিক্ষণ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তাঁরা ডা. আব্দুল মালিক-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading...