loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ

  • ঢাকা মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

  • ধনী-গরিব বৈষম্য নিয়ে গবেষণা করে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

  • গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর-অব্যাহতি

  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু

প্রথম ‘পরিত্যক্ত’ টি-টোয়েন্টি ম্যাচ দেখলো টাইগ্রেসরা


প্রথম ‘পরিত্যক্ত’ টি-টোয়েন্টি ম্যাচ দেখলো টাইগ্রেসরা

ফাইল ছবি

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কিম্বার্লিতে বৃষ্টি ও বজ্রপাতে মাত্র ১.২ ওভার অনুষ্ঠিত হওয়ার পরই পরিত্যক্ত হয়ে গেছে। ফলে, টাইগ্রেসরা দুই ম্যাচ শেষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার একই মাঠে শুরু হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল নিজেদের ১০৯তম। সেটিই দেখলো নতুন এক ঘটনাও। এর আগে, ১০৮ ম্যাচের কোনোটিই পরিত্যক্ত হয়নি।

এদিন বৃষ্টির শঙ্কা ছিল ম্যাচের আগে থেকেই। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দলে ফেরা প্রোটিয়া অধিনায়ক লরা ভলভার্ট। আগের ম্যাচে আঘাত পেয়ে উঠে যাওয়া বাংলাদেশের পেসার মারুফা আক্তার একাদশে ছিলেন।

১৩ রানে জেতা প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেলেও এবার বাংলাদেশের শুরুটা তেমন হয়নি। বাংলাদেশ প্রথম উইকেট হারায় পাঁচ রানে। দ্বিতীয় ওভারে মাসাবাতা ক্লাসের দুই বল পরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। দুই বলে দুই রান করে অপরাজিত ছিলেন মুর্শিদা খাতুন; তাঁর সঙ্গী সোবহানা মোস্তারি খেলেেন এক বল।

প্রায় এক ঘণ্টা পরে বৃষ্টি থামলেও বজ্রপাত ছিল বলে আম্পায়াররা খেলা শুরু করার অপেক্ষা করেছেন। মাঠও ছিল আবৃত। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

নিগার সুলতানা জ্যোতির দল এর আগে ৩ ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক এক জয় পেয়েছিল। টাইগ্রেসরা টি-টোয়েন্টিতে স্বাগতিক দলকে ১১ বছর পরে পরাজিত করে, যেটি ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ দলের যেকোনো সংস্করণে প্রথম জয়। ফলে, এই ম্যাচে ছিল ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি। ‘ঐতিহাসিক’ পরিত্যক্ত ম্যাচের পরে এখন সিরিজ জয়ের জন্য শেষ খেলা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Loading...