loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জরুরি সেবার নম্বর নকল করে চাওয়া হচ্ছে পিন; সতর্কবার্তা জারি

  • আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি

  • বিআরটিএ’র শনিবারের ছুটি বাতিল, চলবে কার্যক্রম

  • নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে

রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ


রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আউয়াল রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে তিনি কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন। তিনি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জনান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্ব এবং নির্বাহী বিভাগের সার্বিক সহযোগিতার ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে করতে সক্ষম হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Loading...