loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

শাহ আবদুল করিম লোকউৎসব ১৫ ও ১৬ ফেব্রুয়ারি


শাহ আবদুল করিম লোকউৎসব ১৫ ও ১৬ ফেব্রুয়ারি

এ-বছর শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৪ শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। দু’দিনব্যাপী অনুষ্ঠেয় ঊনবিংশতম আসরটি বাউল সট শাহ আবদুল করিমের জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে আয়োজন করা হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শাহ আবদুল করিমের ছেলে ও আবদুল করিম লোক পরিষদ উজানধরে সভাপতি, শাহ্ নূর জালাল গণমাধ্যমমে এ-তথ্য জানিয়েছেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

তিনি জানান, লোক উৎসবটি তাঁর বাবা জীবিত থাকা অবস্থায় ২০০৬ সাল থেকেই শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ-বছর ১৫ ফেব্রুয়ারি ঊনবিংশতম  শাহ আবদুল করিম লোক উৎসব হবে।

নূর জালাল আরও বলেন, ‘শাহ আবদুল করিম একাধারে একজন জাত বাউল, দার্শনিক, পর্যটক এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেছেন, দারিদ্র-নীপিড়িত মানুষের পক্ষে ছিল তাঁর সংগ্রাম। তাঁর প্রতিটি কথা ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রখর হাতিয়ার। জাত-পাত, শ্রেণীবিদ্বেষ ভুলে মানুষকে সবসময় অসাম্প্রদায়িক জীবন-যাপনের পথে টেনেছেন।’

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্প্রীতি ও সহাবস্থানে বাউল করিমের লেখা ও গাওয়া সৃষ্টিকর্ম প্রচার ও প্রসারে এই আয়োজন উল্লেখ করে শাহ নূর জালাল বলেন, ‘বাবার সৃষ্টিকর্ম যেন মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে – এটাই আমাদের চাওয়া। বাবার সৃষ্টকর্মকে প্রচার-প্রসার এবং সংরক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

উৎসবে সবার অংশগ্রহণ কামনা করে তিনি জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠান প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হবে। এতে শাহ্ আবদুল করিম জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও ভোর রাত পর্যন্ত চলবে শাহ আবদুল করিমের গান।

Loading...