loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক শিল্পের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বস্ত্র উপদেষ্টার আহ্বান

  • নভেম্বরে দেশে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ

  • বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে: বাণিজ্য উপদেষ্টা

  • বিএনপি ঐকমত্য চায়, সঙ্গে নির্বাচনী রোডম্যাপ

  • ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নাহিদা; উন্নতি পিংকি, জ্যোতি ও সুপ্তার

নওগাঁ-২ আসনের স্থগিত নির্বাচনে ভোটগ্রহণ সোমবার


নওগাঁ-২ আসনের স্থগিত নির্বাচনে ভোটগ্রহণ সোমবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রাথী মো. আমিনুল হক-এর মৃত্যুজনিত কারণে গত ৭ জানুয়ারি এই আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলাকে নিয়ে ৪৭ নওগাঁ-২ আসন। মোট ১৯টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার সমন্বয়ে এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। এর মধ্যে – পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯জন এবং হিজড়া ভোটার একজন। 

এই আসনে মোট ১২৪টি কেন্দ্রে ৭০৬টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেছেন, গত ৭ জানুয়ারির মতো এই নির্বাচন যথেষ্ট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক রয়েছে; কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো শঙ্কা নেই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। 

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানিয়েছেন ১২ ফেব্রুয়ারি’র নির্বাচনকে কেন্দ্র করে জেলার এই দুই উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে চার জন করে পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি ইউনিয়নেই একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এই দুই উপজেলায় মোট আট প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যও নিয়োজিত থাকবে।

এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন – বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে বর্তমান এমপি মো. শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা প্রতীকে এইচ এম আখতারুল আলম এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কা প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা।

Loading...