loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

বাণিজ্য মেলায় ৩৯১.৮২ কোটি টাকার রপ্তানি আদেশ প্রাপ্তি, বিক্রয় ৪০০ কোটি


বাণিজ্য মেলায় ৩৯১.৮২ কোটি টাকার রপ্তানি আদেশ প্রাপ্তি, বিক্রয় ৪০০ কোটি

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ লাভ ও নগদ বিক্রয় – দুটোই বেড়েছে। রপ্তানি আদেশ পাওয়া গেছে ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, বা ৩৯১ কোটি ৮২ লাখ টাকার এবং নগদ বেচাকেনা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার। ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র পক্ষ থেকে এ-তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইপিবি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও ইপিবি’র ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

২০২৩ সালে বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল প্রায় তিন কোটি ডলারের। এছাড়া, নগদ কেনাবেচা হয়েছিল প্রায় ১০০ কোটি টাকার। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার রপ্তানি আদেশ ১৭.২৫ শতাংশ ও নগদ বেচাকেনা ১৫ শতাংশ বেড়েছে।

ইপিবি জানিয়েছে, এ-বছর মেলায় মোট ৩০৪টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর – এই পাঁচটি দেশের মোট নয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

এবার বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ছিল ৩৫১টি; যা গত বছর ছিল ৩৩১টি।

Loading...