loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সাথে ড্র করেছে নাপোলি


চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সাথে ড্র করেছে নাপোলি

ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ভিক্টর ওশিমেনের ফেরার ম্যাচে দারুণ একটি রাত কাটালো। দলটি নাইজেরিয়ান এই স্ট্রাইকারের গোলে বার্সেলোনার সাথে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বুধবার (২১ ফেব্রুয়ারি) ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এস্তাদিও দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ওশিমেন নাপোলির হয়ে সমতাসূচক গোলটি করেন। আফ্রিকান নেশন্স কাপে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পরে নাপোলির জার্সি গায়ে এটাই তাঁর প্রথম ম্যাচ। ২৫ বছর বয়সী ওশিমেন এদিন রবার্ট লেভান্ডোস্কির ৬০ মিনিটের গোলটিকে কার্যকর হতে দেননি। 

বার্সেলোনা ইউরোপিয়ান আসরে রেকর্ড বিবেচনায় বেশ কিছুদিন ধরে নাপোলির চেয়ে নিজেদের এগিয়ে রেখেছিল। কিন্তু বুধবার ইতালিয়ান ক্লাবটি সেই রেকর্ডের পনুরাবৃত্তি হতে দেয়নি। টার্গেটে প্রথম শটেই তাঁরা গোল আদায় করে নিয়েছে।

ম্যাচ শেষে নাপোলি অধিনায়ক জিওভান্নি ডি লোরেঞ্জো বলেছেন, ‘ওশিমেন আমাদের জন্য অনেক বড় একজন খেলোয়াড়। সঠিক সময়ে সঠিক মানসিকতা নিয়েই সে ফিরে এসেছে। একজন অসাধারণ ও পেশাদার খেলোয়াড় হিসেবে তাঁর কাছ থেকে এটা আশা করাই স্বাভাবিক। সে আমাদের দলকে আজ সবকিছু দিয়েছে।’

ওশিমেন গত বড়দিনের আগে সিরি-আ লিগে রোমার বিপক্ষে নাপোলির ২-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে খেলেছিলেন। সেই ম্যাচে নাপোলির দুই খেলোয়াড়কে লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল, যার মধ্যে ওশিমেন ছিলেন একজন।

ঘরোয়া লিগ টেবিলের নবম স্থানে থাকা নাপোলি নিজেদের ছন্দ ফিরে পাবার তাগিদে এবারের মৌসুমে তিনজন ম্যানেজার পরিবর্তন করেছে। এদিন নতুন কোচ ফ্রান্সেসকো কালজোনার অধীনে অন্তত বার্সার বিপক্ষে পরাজয় এড়াতে পারলো। কালজোনা সোমবার রাতে ওয়াল্টার মাজ্জারির স্থলাভিষিক্ত হওয়ার পরে নিজেকে বড় ম্যাচের জন্য প্রস্তুত করে তুলতে ৪৮ ঘন্টারও কম সময় পেয়েছেন। 

আগামী মাসে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে ক্যাটালান রাজধানীতে যাওয়ার আগে নাপোলির সামনে অন্তত একটি আত্মবিশ্বাস থাকবে – ওশিমেন দলে থাকলে পুরো দলের পারফরমেন্স যা-ই হোক না কেন, ম্যাচে সবসময়ই গোলের সুযোগ আসবে।

Loading...