loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকাসহ পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; প্রাথমিক খোলা

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি নির্বাচনে ইকরামুল হক টিটু দ্বিতীয়বার মেয়র নির্বাচিত


ময়মনসিংহ সিটি নির্বাচনে ইকরামুল হক টিটু দ্বিতীয়বার মেয়র নির্বাচিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র ইকরামুল হক টিটু জয়ী হয়েছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৫৬.৩। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

নির্বাচনে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ১,৩৯,৬০৪ ভোট, অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি (হাতি) পেয়েছেন ৩৫,৭৬৩ ভোট, এহতেশামুল আলম (ঘোড়া) পেয়েছেন ১০,৭৭৩ ভোট, মো. রেজাউল হক (হরিণ) ১৪৮৭ ও শহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১,৩২১ ভোট।

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন – সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, কৃষক লীগ নেতা কৃষিবিদ মো. রেজাউল হক এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে শহিদুল ইসলাম।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইভিএম পদ্ধতিতে শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর ১২৮টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইতিহাসে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। বিভিন্ন পদে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ২২২ জন প্রার্থী। এরমধ্যে, মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬৯ জন। নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার মিলে ৪,৫০০ জন দায়িত্ব পালন করেন। পাশাপাশি ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন। সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মিলে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্ক্ষলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

সিটি নির্বাচনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। নগরীর বিভিন্ন ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোটারগণ ভোট প্রদান করেছেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ১২৮ কেন্দ্রের ৯৯০টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে।

Loading...