বাংলাদেশের কন্ঠশিল্পী খালিদ ‘কোনো কারণে ফেরানো গেলো না তাঁকে, ফেরানো গেলো না কিছুতেই...’ গানটি গেয়েছিলেন। অনেকটা গানের কথার মতোই চলে গেলেন তিনি। ব্যান্ড ‘চাইম’-এর লিড ভোকালিস্ট খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৮ মার্চ) রাতে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। খালিদ কয়েক বছর ধরে হৃদ্রোগে ভুগছিলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
খালিদের আলাদা পরিচিতি ছিল আশি ও নব্বইয়ের দশকে দ্রুতলয়ের রক সংগীতের সময়ে ধীরলয়ে গানের জন্য। তিনি ‘আবার দেখা হবে’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘হয়নি যাবার বেলা’, ‘তুমি নেই’, ‘আকাশনীলা’-এর মতো গান উপহার দিয়েছেন। খালিদের গাওয়া বেশির ভাগ গানই এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।
খালিদের জন্ম গোপালগঞ্জের এক সংস্কৃতিমনা পরিবারে। সাত ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। ওস্তাদের কাছে গান শিখতেন বড় বোনেরা, সেখান থেকেই গানের প্রতি অনুরাগ জন্মে খালিদের।
তিনি ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন এবং ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। ‘চাইম’-এর প্রথম অ্যালবাম ১৯৮৭ সালে সারগাম-এর ব্যানারে প্রকাশিত হয়। সেই অ্যালবামের ‘নাতি খাতি বেলা গেলো’সহ বেশ কয়েকটি গান বেশ আলোড়ন তুলেছিল।
খালিদ ‘চাইম’ ব্যান্ডের বাইরে বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে নিয়মিত গান করেছেন।
তিনি সাম্প্রতিক সময়ে গান থেকে দূরে ছিলেন। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করতেন। মাঝেমধ্যে দেশে আসতেন। কয়েক বছর আগে ‘তুই বুঝলি না’ শিরোনামে একটি গানে পাওয়া গেছে তাঁকে।
সোমবার রাতে ঢাকার গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা হয়েছে। তাঁর মরদেহ গোপালগঞ্জে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। জোহরের নামাজের পরে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা হবে। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে নিভৃতচারী এই শিল্পীকে।