loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোটগ্রহণ ২১ মে


দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোটগ্রহণ ২১ মে

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬১ পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সোমবার (১ এপ্রিল) বৈঠক শেষে ভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

মো. জাহাংগীর আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চারটি ধাপে ভোটের তারিখ আগেই ঘোষণা করেছিল। প্রথম ধাপের তফসিল ইতোমধ্যে দেওয়া হয়েছে। সোমবার কমিশনের সভায় দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ভোটগ্রহণ ২১ মে।

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। নয়টি জেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট হবে।

তিনি আরও জানান, নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। যেখানে ভোটারের সংখ্যা পাঁচ লাখের বেশি, সেখানে একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হবে। প্রচারের সময় হবে ১৯ দিন।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগে প্রথম ধাপের তফসিল ঘোষণা করে। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

মোট চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তীতে দুই ধাপ ২৯ মে এবং ৫ জুন আয়োজন করা হবে।

দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

Loading...