loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

ঈদের সিনেমার প্রচারণা জমজমাট


ঈদের সিনেমার প্রচারণা জমজমাট

এ-বছরের ঈদ-উল-ফিতরের সিনেমার প্রচারণা বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। প্রযোজনা সংস্থাগুলো চলচ্চিত্রের পোস্টার, ট্রেলার ও গান প্রকাশ করেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাস্তাঘাটেও সিনেমার পোস্টার চোখে পড়ছে। ঈদের সিনেমার পোস্টার, ট্রেলার, গান নিয়ে ইতোমধ্যে আলোচনায় মেতেছে দর্শক।

ঈদের সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ-সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে – সুপারস্টার শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’। ইতোমধ্যে সিনেমার তিনটি গান – ‘রাজকুমার’, ‘বরবাদ’, ও ‘আমি একাই রাজকুমার’ মুক্তি পেয়েছে। আরও গান, ট্রেইলার প্রকাশ হওয়ার কথা রয়েছে। চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। আরও অভিনয় করেছেন – তারিক আনাম খান, মাহিয়া মাহিসহ অনেকে।

হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ সিনেমাটি গল্পনির্ভর একটি ছবি। এর শুরু থেকে শেষ পর্যন্ত এর গল্প দর্শকদের মন ভিজিয়ে দেবে। সিনেমাটিতে  বাংলাদেশ ও আমেরিকার চমৎকার সব লোকেশনে শুটিং হয়েছে। নির্মাণে আধুনিকতার ছোঁয়া রয়েছে। শাকিব খানের অভিনয়ে দর্শকরা মুগ্ধ হয়ে যাবে। শাকিব এই সিনেমায় তাঁর জীবনের অন্যতম সেরা অভিনয় করেছেন বলে ছবির পরিচালকের ধারণা।

এবারের ঈদে আসছে শরিফুল রাজ অভিনীত তিনটি সিনেমা। এর মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর' ছবিকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খানসহ অনেকে। ইতোমধ্যে এর ট্রেইলার ও গান প্রকাশিত হয়েছে। সিনেমটির আইটেম গান 'ভাইরাল বেইবি' প্রকাশিত হয়েছে।

আরও আসছে শরীফুল রাজ-বুবলি অভিনীত মিশুক মনি পরিচালিত চলচ্চিত্র 'দেয়ালের দেশ'। সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিনেমাটির টিজার, ট্রেইলার দর্শকরা বেশ পছন্দ করেছে। ছবিটির 'বেঁচে যাওয়া ভালোবাসা' গান শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

ঈদে আরও মুক্তি পাচ্ছে খ্যতিমান পরিচালিত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা'। ছবিটি প্রায় ৪০০ বছরের পুরনো প্রেক্ষাপটে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন – শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, আবুল কামাল আজাদ, মিথিলা, খায়রুল বাশার, শাহানা সুমিসহ অনেকেই।

পূজা চেরি ও আদর আজাদ অভিনীত সিনেমা 'লিপস্টিক' আসছে ঈদে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির দুটি গান – 'নিন্দুকে' ও আইটেম গান 'বেসামাল' ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন – শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠুসহ অনেকে।

চিত্রনায়িকা শবনম বুবলি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন ও জিয়াউল রোশান অভিনীত সিনেমা 'মায়া: দি লাভ' আসছে ঈদে। জসিম উদ্দিন জাকির পরিচালিত সিনেমাটির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। প্রকাশিত গান হলো – 'তুমি ছাড়া চাই না কিছু' ও 'দিল দিওয়ান'।

'মোনা: জ্বীন-২' সিনেমাটি ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও অভিনয় করেছেন – তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠুসহ অনেকে।

একই প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি 'পটু' ঈদে মুক্তি পাচ্ছে। আহম্মেদ হুমায়ুন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন এ ইভান সাইর, আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদারসহ অনেকে।

জাহিদ হোসেন পরিচালিত ঈদের সিনেমা 'সোনার চর'। এই ছবিতে অভিনয় করেছেন – ওমর সানী, মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে। সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে এবং 'আসমানে ঘর বাইনছে তারা' ও 'লাগ ভেলকি লাগ' গান দুটি প্রকাশিত হয়েছে।

কাজী হায়াৎ পরিচালিত ও কাজী মারুফ অভিনীত সিনেমা 'গ্রিনকার্ড' ঈদে মুক্তির তালিকায় রয়েছে।

ঈদে আরও মুক্তি পাবে – ছটকু আহমেদ পরিচালিত 'আহারে জীবন'। এই ছবির ট্রেলার, গান প্রকাশিত হয়েছে। করোনাকালীন সময়ের একটি গল্প নিয়ে  নির্মিত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন – ফেরদৌস, পূর্ণিমা, সুচরিতা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, জয় চৌধুরী, মৌমিতা মৌসহ আরও অনেকে।

ঈদে ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা 'মেঘনা কন্যা' আসছে। সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন – কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সামন্তি সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।

Loading...