loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে


‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ মঙ্গলবার (১৬ এপ্রিল)  প্রথম সপ্তাহের হলে তালিকা প্রকাশ করে খবরটি জানিয়েছে।

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের প্রযোজনায় এবং হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ একযোগে আগামী ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ক্যানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে অফিসিয়াল রিলিজ করা হবে। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় অফিসিয়ালি মুক্তি পেয়েছিল। ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে।

‘রাজকুমার’ এই ঈদ-উল-ফিতরে দেশের ১২৬ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। প্রথমদিন থেকে সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রমরমা ব্যবসা করছে ছবিটি। সেই সঙ্গে শাকিবের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হচ্ছে সব বয়সী দর্শক।

‘রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন – মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Loading...