loader image for Bangladeshinfo

শিরোনাম

  • চিন্তার ক্ষেত্রে ভেঙে পড়া সেতুগুলো মেরামত করতে হবে: সংস্কৃতি উপদেষ্টা

  • বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে: বাণিজ্য উপদেষ্টা

  • বিএনপি ঐকমত্য চায়, সঙ্গে নির্বাচনী রোডম্যাপ

  • ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নাহিদা; উন্নতি পিংকি, জ্যোতি ও সুপ্তার

  • বিপিএল টি-টোয়েন্টির থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ

তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে


তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

বাংলাদেশ নির্বাচন কমিশন বুধবার (১৭ এপ্রিল) তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই ধাপে আগামী ২৯ মে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে।

এই ধাপের নির্বাচনে ২১টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ। বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

Loading...