loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ

  • ঢাকা মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

  • ধনী-গরিব বৈষম্য নিয়ে গবেষণা করে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

  • গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর-অব্যাহতি

  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু

চেল্সিকে হারিয়ে এফএ কাপ ফাইনালে ম্যানসিটি


চেল্সিকে হারিয়ে এফএ কাপ ফাইনালে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে হেরে। পেপ গার্দিওলার দল সেই হারের ক্ষত নিয়ে শনিবার (২০ এপ্রিল) রাতে এফএ কাপের সেমিফাইনালে চেল্সির বিপক্ষে ম্যাঠে নেমেছিল। দি সিটিজেন্সকে এদিন অবশ্য মন খারাপের গল্প লিখতে হয়নি। কেননা, তাঁরা চেল্সিকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনাল উঠেছে। ওয়েম্বলি স্টেডিয়ামে ৮৪ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেছেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নারদো সিলভা।

প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। পক্ষান্তরে, চেল্সির লক্ষ্যে শট ছিল তিনটি। সিটি অবশ্য এদিন আর্লিং হালানকে ছাড়াই খেলতে নেমেছিল। 

সিটি দ্বিতীয়ার্ধে দি ব্লুজ-এর ওপর আরও চাপ তৈরির চেষ্টা করে। কিন্তু পরিপূর্ণ গোছালো আক্রমণের অভাবে কাঙ্ক্ষিত গোল আসছিল না। অবশেষে ডেডলক ভাঙে ৮৪ মিনিটে। চেল্সি গোলকিপার জোর্জে পেত্রোভিচ কেভিন ডি ব্রুইনার শট ফিরিয়ে দিলেও সিলভা নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।

রোববার দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি সিটি খেলবে। শিরোপার লড়াই হবে আগামী ২৫ মে।

Loading...