দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ল। আবহাওয়া অধিদপ্তর সোমবার (২২ এপ্রিল) সকালে আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
বাংলাদেশ আবহাওয়া অফিস সোমবার (২২ এপ্রিল) সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করেছে। এদিন সকালে এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা, অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। আকাশে কিছুটা মেঘ থাকায় সোমবার গরমের তীব্রতা কিছুটা কমলেও মঙ্গলবার থেকে তাবদাহ আবারও বাড়বে।
আবহাওয়া অফিস এর আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করেছিল।
দেশের ৪০টির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত শনিবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন ঢাকার তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এ-বছরে নগরীর সর্বোচ্চ তাপমাত্রা।
তবে গতকাল ২৪ ঘণ্টার ব্যবধানে নগরীর তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।