loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

  • লেভাকুজেন প্রথমবার অপরাজিত থেকে বুন্দেসলিগা শেষ করলো

  • ট্রফি হাতে লিগ শিরোপা উদযাপন করলো বসুন্ধরা কিংস

  • মেসির প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে মায়ামির জয়

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সহজ জয়


দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সহজ জয়

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১৪২-৪ (হৃদয় ৩৭*, মাহমুদউল্লাহ ২৬*, লিটন ২৩; এনগাভারা ১-৩২, এনডোলোভু ১-২৫, জংবি ২-৩৫)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৮-৭ (বেনেট ৪৪*, ক্যাম্পবেল ৪৫, গুম্বি ১৭; মেহেদী ১-১৮, তাসকিন ২-১৮, রিশাদ ২/৩৩, শরিফুল ১-২৬)
ফলাফল: বাংলাদেশ ছয় উইকেটে জয়ী

স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। টাইগাররা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার (৫ মে) জিম্বাবুয়েকে ছয় উইকেটে পরাজিত করেছে।

নাজমুল হোসেন শান্তর দল প্রথম ম্যাচ আট উইকেটে জিতেছিল।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৩৮ রান করে। জবাবে, বাংলাদেশ দল নয় বল হাতে রেখে চার উইকেট হারিয়ে ১৪২ রান করে জয়ের স্বাদ পায়।

তাওহিদ হৃদয় ২৫ বলে অপরাজিত ৩৭ রান করে ম্যাচ-সেরা হয়েছেন।

Loading...