loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

ইউরোপের খেলার আশা টিকিয়ে রাখলো ম্যানইউ


ইউরোপের খেলার আশা টিকিয়ে রাখলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বুধবার (১৫ মে) নিউক্যাসল ইউনাইটেডকে  ৩-২ গোলে পরাজিত করে হতাশাজনক মৌসুমে কিছুটা হলেও আশার আলো দেখছে। এই জয়ে ইউনাইটেডের আগামী মৌসুমে ইউরোপিয়ান আসরে খেলার আশা এখনো টিকে রইলো। এরিক টেন হাগের দল এখনো প্রিমিয়ার লিগে সপ্তম স্থান নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ইউনাইটেড অন্তত এই স্থানটি নিশ্চিত করতে পারলে আগামী মৌসুমে ইউয়েফা কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। অবশ্য আগামী ২৫মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে জিততে পারলে ইউরোপা লিগে খেলাও নিশ্চিত হবে ক্লাবটির। আর ওয়েম্বলিতে সিটি জয়ী হলে ইউনাইটেডকে কনফারেন্স লিগ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

অষ্টম স্থানে থাকা ইউনাইটেড এখনো সেই স্থানের জন্য টিকিয়ে রয়েছে। দলটি নিউক্যাসলকে হারিয়ে সপ্তম স্থানে থাকা ম্যাগপাই-এর সাথে সমান ৫৭ পয়েন্ট অর্জন করেছে। নিউক্যাসলের তুলনায় গোল ব্যবধানে ইউনাইটেড বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। যে-কারণে শেষ ম্যাচে ইউনাইটেডকে ম্যাগপাইস-এর চেয়ে ভালো ফলাফল করতেই হবে।

ইউনাইটেড আগামী রোববার মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটন সফরে যাবে; আর নিউক্যাসল খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

কোবি মেইনু, ডিয়ালো ও রাসমাস হোলান্ডের গোলে ওল্ড ট্র্যাফোর্ডে গত নয় লিগ ম্যাচে তৃতীয় জয় নিশ্চিত হয় ইউনাইটেডের। নিউক্যাসলের এই পরাজয়ে পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার নিশ্চিত হয়েছে।

এদিকে ষষ্ঠ স্থানে থাকা চেল্সি বুধবার ব্রাইটনকে ২-১ গোলে পরাজিত করে ইউরোপিয়ান আসরে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

Loading...