loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

  • লেভাকুজেন প্রথমবার অপরাজিত থেকে বুন্দেসলিগা শেষ করলো

  • ট্রফি হাতে লিগ শিরোপা উদযাপন করলো বসুন্ধরা কিংস

  • মেসির প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে মায়ামির জয়

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

বার্সার পরাজয়ে চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন রিয়াল


বার্সার পরাজয়ে চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন রিয়াল

জিরোনা শনিবার (৪ মে) বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস রচনার পাশাপাশি রিয়াল মাদ্রিদকে লা লিগায় শিরোপা জয়ে সহযোগিতা করেছে। এদিন রিয়াল কাদিজকে ৩-০ গোলে হারিয়ে শিরোপায় এক হাত দিয়েই রেখেছিল, জিরোনা পরের কাজটুকু করে দিয়েছে। কোচ কার্লো আনচেলত্তি কাদিজের বিপক্ষে জয়ের পরপরই বলেছিলেন, লি লিগার শিরোপা রিয়ালেরই প্রাপ্য। লস ব্লাঙ্কোস এনিয়ে রেকর্ড ৩৬তম লিগ শিরোপা জিতলো। ক্যাটালান ক্লাব জিরোনা বার্সার বিপক্ষে এই নাটকীয় জয়ে প্রথমবারের মতো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলটি এনিয়ে স্প্যানিশ শীর্ষ লিগে চতুর্থবারের মতো খেলতে এসেছিল।

এদিন আনচেলত্তি তাঁর দল সাজিয়েছিলেন আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে। মূল দলের অনেকেই এই ম্যাচে বিশ্রামে থাকলেও বাকি খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব ঠিকই পালন করেছেন। ৫১ মিনিটে ব্রাহিম দিয়াজ মাদ্রিদকে এগিয়ে দেন। ৬৮ মিনিটে দিয়াজ জুড বেলিংহামকে দিয়ে দ্বিতীয় গোলটি করিয়েছেন। ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেন জোসেলু।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এবারের লা লিগা আমাদের দারুণ কেটেছে। আমরা অল্প কিছু ভুল করেছি, কিন্তু আবার সেগুলো শুধরে ওঠারও চেষ্টা করেছি। এই শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল।’

কাদিজের বিপক্ষে সহজ জয়ে মাদ্রিদ গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গিয়েছিল। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার হাতে আর মাত্র ১২ পয়েন্টের খেলা বাকি আছে। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা রিয়ালের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

রিয়াল স্ট্রাইকার জোসেলু বলেছেন, ‘আজকের এই দিনটির জন্য মুখিয়ে ছিলাম। নিজেদের ম্যাচের পরও আমরা মাঠ ছাড়িনি, শিরোপা জয়ের অপেক্ষা করেছি। দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে, যাঁরা শিরোপার জন্য ক্ষুধার্ত ছিলেন। পুরনো অনেক খেলোয়াড় আজ আমাদের সাথে যোগ দিয়েছেন; এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত।’

আনচেলত্তি বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে শুধুমাত্র গত সপ্তাহে প্রথম লেগে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটি থেকে অধিনায়ক নাচো ফার্নান্দেজকে মূল দলে রেখেছিলেন। বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া হাঁটুর ইনজুরি কাটিয়ে দীর্ঘ নয় মাস পর মাঠে ফিরে রিয়ালকে কোনো গোল হজম করতে দেয়নি।

অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মড্রিচ ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এদিন লা লিগায় খেলেছেন। ক্রোয়েশিয়ান এই তারকা ৩৮ বছর ২৩৮ দিন বয়সে রিয়ালের হয়ে খেললেন। তিনি ১৯৬৫ সালের হাঙ্গেরিয়ান তারকা ফেরেঙ্ক পুসকাসকে মাত্র পাঁচদিনের ব্যবধানে পেছনে ফেললেন।

সান্তিয়াগো বার্নাবিউ সফরে আসা কাদিজ অষ্টাদশ স্থানে থেকে এখনো রেলিগেশন শঙ্কায় ভুগছে। দলটি প্রথমার্ধে মাদ্রিদকে রুখে দিলেও দ্বিতীয়ার্ধে আর শেষ রক্ষা হয়নি।

ঘরের মাঠে বার্সার কাছে দুইবার পিছিয়ে পড়েও দারুণ এক লড়াইয়ের মাধ্যমে জিরোনা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। বার্সা তৃতীয় মিনিটেই আন্দ্রেস ক্রিস্টেনসেনের দুর্দান্ত ভলিতে এগিয়ে গিয়েছি। লা লিগার শীর্ষ গোলদাতা আরটেম ডোভিক মিনিটখানেক পরেই মৌসুমের বিংশতম গোল করে জিরোনাকে সমতা ফেরান।

লামিন ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে রবার্ট লেভান্ডোস্কি বিরতির ঠিক আগে আবারো ক্যাটালান জায়ান্টদের এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নামা পর্তু দলের উপর দারুণ প্রভাব ফেলেন। দুই মিনিটের মধ্যে গোল করে মাইকেল সানচেজের দল এগিয়ে যায়। ৬৫ মিনিটে পর্তুর গোলে সমতায় ফিরে জিরোনা। এরপর পর্তুর অ্যাসিস্টে মিগুয়েল গুটিরেজ জিরোনাকে এগিয়ে দেন। ৭৫ মিনিটে পর্তু নিজের দ্বিতীয় গোল করলে মন্টিলিভি স্টেডিয়ামে পার্টি শুরু হয়ে যায়। ম্যাচের পরপরই জিরোনা পুরো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের মিউজিক বাজাতে শুরু করে।

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেছেন, ‘এটা সত্যিই লজ্জার, আজ আমাদের খেলায় সব ধরনের নেতিবাচক বিষয়গুলো উপস্থিত ছিল। এমন একটি পরিস্থিতিতে আমরা পড়েছিলাম – যেখানে তাঁদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব।

Loading...