loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

  • লেভাকুজেন প্রথমবার অপরাজিত থেকে বুন্দেসলিগা শেষ করলো

  • ট্রফি হাতে লিগ শিরোপা উদযাপন করলো বসুন্ধরা কিংস

  • মেসির প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে মায়ামির জয়

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে রয়েছে


সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে রয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভাকে জানিয়েছেন। তবে শতভাগ নিভে গেছে – তা বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানান। পরে, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন – আগুন নিয়ন্ত্রণে রয়েছে। শতভাগ নিভে গেছে – এ-রকম বলেননি। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। কারণ, বনের আগুন স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টিতে মনে হয় নিভে গেছে, কিন্তু কোনো কিছু দিয়ে অনেকদূর পর্যন্ত চলে যেতে পারে; পরে হয়তো আবার জ্বলে উঠতে পারে।

তাই বনের আগুন নেভানোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না। এজন্য এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকদিন পরে ঘোষণা করা হবে।

Loading...