loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

  • লেভাকুজেন প্রথমবার অপরাজিত থেকে বুন্দেসলিগা শেষ করলো

  • ট্রফি হাতে লিগ শিরোপা উদযাপন করলো বসুন্ধরা কিংস

  • মেসির প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে মায়ামির জয়

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

সংক্ষিপ্ত স্কোর
ভারত নারী দল: ১৪ ওভারে ১২২-৬ (হারমানপ্রীত ৩৯, রিচা ২৪, হেমলতা ২২; মারুফা ২-২৪, রাবেয়া ২-২৮, শরীফা ১-২৯)
বাংলাদেশ নারী দল: ১৪ ওভারে ৬৮-৭ (লক্ষ্য ছিল ১২৫) (দিলারা ২১, রুবাইয়া ১৩; দীপ্তি ২-১৩, শোভানা ২-১৮, রাধা ১-১২
ফলাফল: ভারত নারী দল ৫৬ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)
ম্যাচ-সেরা: হারমানপ্রীত কৌর (ভারত নারী দল)
সিরিজ: ভারত পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে

বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যর্থতার বৃত্ত কিছুতেই ভাঙতে পারছে-না। নিগার সুলতানা জ্যােতিরা সিলেটে ভারতের কাছে টানা হেরে চলেছেন। অসহায় আত্মসমর্পণ করেছেন তাঁরা চতুর্থ টি-টোয়েন্টিতেও। স্বাগতিক দল সোমবার (৬ মে) একাধিক পরিবর্তন এনে এই ম্যাচের একাদশ গড়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। ব্যাটিং ব্যর্থতায় আরেকটা বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জ্যেতিদের। বৃষ্টি আইনে বাংলাদেশকে ৫৬ রানের হারিয়েছে আগেই সিরিজ জয় নিশ্চিত করা হারমানপ্রীত কাউরের দল। ১২৫ রানের জয়ের জন্য খেলতে নেমে ৭ উইকেটে ৬৮ রান করেছে বাংলাদেশ। এই সিরিজে টাইগ্রেদের এটা টানা চতুর্থ পরাজয়।

সিলেটে বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত ও বাংলাদেশের পার্থক্যটা ধরা দিলো আরও বড় হয়ে। টাইগ্রেসদেরকে ১২৫ রানের লক্ষ্যে থামতে হয়েছে ৬৮ রানেই। ফলে, ৫৬ রানের বড় জয়ে ভারত এগিয়ে গেলো ৪-০ ব্যবধানে।

এদিন লক্ষ্যটা কঠিন হবে – সেটি জানাই ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি – তাঁদের রান তাড়া করার সামর্থ্য রয়েছে। ছয় ওভারের পরেই প্রয়োজনীয় রান রেট গিয়ে দাঁড়ায় ১২-তে, লড়াইটা হয়ে পড়ে অসম; ম্যাচ হয়ে ওঠে শুধুই আনুষ্ঠানিকতার।

সিলেটে সোমবার দিবাপূর্ব রাত থেকেই বৃষ্টি হয়েছে একটু পরপর, ম্যাচ শুরুর আগেও ছিল সেটি। বৃষ্টির পরে ভেজা মাঠের কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ, তখন পর্যন্ত সেটি ২০ ওভারেরই ছিল। আগে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ৫.৫ ওভার পর আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে প্রায় দেড় ঘণ্টা, তাতে ম্যাচ নেমে আসে ১৪ ওভারে।

Loading...