loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

  • লেভাকুজেন প্রথমবার অপরাজিত থেকে বুন্দেসলিগা শেষ করলো

  • ট্রফি হাতে লিগ শিরোপা উদযাপন করলো বসুন্ধরা কিংস

  • মেসির প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে মায়ামির জয়

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো


লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

জার্মানির ক্লাব লেভাকুজেন অপরাজিত থেকেই ছুটে চলছে। দলটি এবার স্পর্শ করলো ৫৯ বছরের পুরোনো এক রেকর্ড। কোচ জাবি আলোন্সোর দল বুন্দেসলিগায় রোববার (৫ মে) আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। লেভাকুজেন এই জয়ে নিজেদের অপরাজেয় যাত্রাটা নিয়ে গেছে ৪৮ ম্যাচে। জানা গেছে, এটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে সবচেয়ে বেশি ম্যাচে পরাজিত না-হওয়ার রেকর্ড। পর্তুগালের ক্লাব বেনফিকা এর আগে এককভাবে এই রেকর্ডের অধিকারী ছিল। দলটি ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে ৪৮ ম্যাচ অপরাজিত ছিল।

লেভাকুজেন তাঁদের পরের ম্যাচটি খেলবে ইউরোপা লিগে। জাবির দল আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের সেই ম্যাচে না-হারলে উঠে যাবে ইউরোপা লিগের ফাইনালে। একইসঙ্গে ক্লাবটি এককভাবে ইউরোপে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি অপরাজিত রেকর্ডের মালিকও হয়ে যাবে।

লেভাকুজেন ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল ।

রোমা ম্যাচসহ এই মৌসুমে লেভাকুজেনের সম্ভাব্য পাঁচটি ম্যাচ রয়েছে – বুন্দেসলিগায় দু’টি, জার্মান কাপের ফাইনাল আর রোমার বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগসহ ফাইনাল। দলটি সবগুলো ম্যাচে অপরাজিত থাকলে ইউরোপের প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত থাকার রেকর্ড গড়বে।

Loading...