loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র নয় নির্দেশনা

  • প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হলেন ফোডেন

  • টানা চারবার প্রিমিয়ার লিগ জিতে ম্যানসিটির রেকর্ড

  • ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

পিএসজিকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড


পিএসজিকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ম্যাটস হামেল্সের একমাত্র গোলে মঙ্গলবার (৭ মে) দ্বিতীয় লেগে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) পরাজিত করে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। পার্ক ডি প্রিন্সেসে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে হামেল্স জয়সূচক গোলটি করেন। প্রথম লেগে নিকলাস ফুয়লক্রুগ একমাত্র গোলটি করেছিলেন।

পিএসজি গত সপ্তাহে প্রথম লেগে জার্মানির মাঠে ১-০ গোলে পরাজিত হওয়ার পরে ঘরের মাঠে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু স্বাগতিক সমর্থকদের সামনে তাঁদের হতাশ হতে হলো। তাঁদের চারটি শট বারে লাগায় হতাশা আরও বেড়েছে। 

জার্মান বুন্দেসলিগা টেবিলের পঞ্চম স্থানে থাকা ডর্টমুন্ড কখনই এতটা আশা করেনি। দলটি ১১ বছর পরে আগামী ১ জুন ওয়েম্বলির স্বপ্নের ফাইনালে খেলবে। ক্লাবটি ২০১৩ সালের পরে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করলো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঐ ফাইনালটিও ওয়েম্বলিতে অনুষ্ঠিত হয়েছিল।

ম্যাচ শেষে ডর্টমুন্ড কোচ এডিন টারজিক বলেছেন, ‘পুরো বিষয়টি বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। কিন্তু এখন আমরা শেষ কাজটুকু করতে চাই।’

Loading...