loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

ইউআইটিএস-এ ‘দি ফিউচার অফ ক্যারিয়ার্স’ শীর্ষক ইন্টারএকটিভ সেশন অনুষ্ঠিত


ইউআইটিএস-এ ‘দি ফিউচার অফ ক্যারিয়ার্স’ শীর্ষক ইন্টারএকটিভ সেশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে এবং ইউআইটিএস কম্পিউটার ক্লাবের সহযোগিতায় রোববার (১৯ মে) ইউআইটিএস-এ অনুষ্ঠিত হলো ‘দি ফিউচার অফ ক্যারিয়ার্স’ শীর্ষক ইন্টারএকটিভ সেশন। এই আয়োজনের লক্ষ্য ছিল – ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার সম্ভাবনার সাথে পরিচিত করা। অনুষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই), রোবটিক্স, মেশিন লার্নিং, এবং অগমেন্টেড রিয়েলিটি/ ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে এই ক্ষেত্রগুলোতে ক্যারিয়ার গঠন করা সম্ভব – তা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি বলেন, “আজকের এই আয়োজনে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দিকনির্দেশনা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া যে-কোলাবরেশন – তা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিগমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু আনাস শুভম। তিনি বলেন “তরুণ প্রজন্মের জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাবে। শিক্ষার্থীদের এখন থেকেই এসব ক্ষেত্রের উপর দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা করতে পারবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – ইউআইটিএস ফ্যাকাল্টি অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ডঃ মোঃ আশরাফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আল ইমতিয়াজ, প্রাইডসিস আইটি লিমিটেড-এর ফাউন্ডার এন্ড সিইও মনোয়ার ইকবাল, এবং রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর কো-ফাউন্ডার এন্ড সিটিও তানভির আহমেদ খান।

শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, রোবটিক্স, মেশিন লার্নিং এবং এআর/ভিআর-সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন এবং সরাসরি উত্তর পান। এছাড়াও, শিক্ষার্থীরা কিভাবে এসব ক্ষেত্রে ক্যারিয়ার গঠন করতে পারে এবং কিভাবে প্রস্তুতি নিতে পারে – সে-সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে।

আয়োজনটিতে সহযোগিতায় ছিল প্রাইডসিস আইটি লিমিটেড এবং এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইনস্টিটিউট।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...