loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র নয় নির্দেশনা

  • প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হলেন ফোডেন

  • টানা চারবার প্রিমিয়ার লিগ জিতে ম্যানসিটির রেকর্ড

  • ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল


চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

রিয়াল মাদ্রিদ এদিন শুরুটা বেশ ভালোই করেছিল, তবে গোলের দেখা পাচ্ছিলো না। বায়ার্ন মিউনিখের পোস্টে ভরসা ছিলেন ম্যানুয়েল নয়া। রিয়ালের আক্রমণ সামলে প্রতি-আক্রমণে গিয়ে ৬৮ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ৮৮ মিনিট থেকে যোগ করা সময়, চার মিনিটের মধ্যে বদলি হিসেবে নামা হোসেলু দুইবার বল জালে পাঠালে ২-১ গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে লস ব্লাংকোস অষ্টাদশবারের মতো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো। তাঁরা আগামী ১ জুন ওয়েম্বলিতে ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে।

প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-২ গোলের সমতায় ফেরা রিয়াল এদিন আগে এগিয়ে যেতে পারতো। বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের চেষ্টা থাকার পরও বল পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে রদ্রিগোর সুযোগ পেয়েছিলেন; কিন্তু তাঁর দারুণ শট বেশ দক্ষতার সঙ্গে আটকে দেন নয়া। 

রিয়াল বায়ার্নের রক্ষণভাগে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। তবে বায়ার্নও কম যায়নি, সুযোগ বুঝে আক্রমণের চেষ্টা চালিয়েছে ঠিকই। ২৮ মিনিটে হ্যারি কেইনকে হতাশ করেন আন্দ্রি লুনিন। তিনি ইংলিশ ফরোয়ার্ডের ভলি কর্নারে পাঠান। 

১০ মিনিট পর রিয়ালকে হতাশ করেন নয়া। ভিনিসিয়ুয়ের শট বক্সে থাকা রিয়ালের কোনো ফুটবলার পা স্পর্শ করাতে না-পারলে বল দূরের পোস্টে জড়িয়ে যাচ্ছিল প্রায়; এমন সময় ঝাঁপিয়ে বাইরে পাঠিয়ে দেন নয়া। 

বলা বাহুল্য, মধ্যবিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। এবার হ্যারি কেইন আরও একবার গোলের চেষ্টা করলে তা লুনিনের গ্লাভসে আটকে যায়। কিছুক্ষণ পরই রিয়াল সুযোগ হারিয়ে ফেলে। ভিনিসিয়ুসের বাড়িয়ে দেওয়া বল রদ্রিগো পা ছোঁয়ালেও পোস্টে থাকেনি তা। পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে। 

নয়া প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বিধ্বংসীরূপে ছিলেন। রদ্রিগো ফ্রিকিক করলে সেটি দুর্দান্তভাবে ফেরান; আর সেই বল ভিনিসিয়ুসের শট ফিস্ট করে বাইরে পাঠিয়ে দেন জার্মানির বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

বায়ার্ন ৬৮ মিনিটে সান্টিয়াগো বার্নাবিউ অনেকটা স্তব্ধ করে এগিয়ে যায়। আলফান্সো ডেভিস সার্জ গনাব্রির বদলি হিসেবে নেমে কাঙ্ক্ষিত গোল এনে দেন। হ্যারি কেইনের দেওয়া দীর্ঘ পাস পেয়ে বক্সে প্রবেশ করে বল পোস্টে পাঠিয়ে দেন বল।

রিয়াল এর চার মিনিট পরে বায়ার্নের জালে বল পাঠায়; তবে গোলটি বাতিল করে দেন রেফারি। নাচো বায়ার্নের বক্সে হাত দিয়ে মুখে আঘাত করে জশুয়া কিমিচকে ফেলে দেন। ফলে ভিএআর দেখে সেই গোলটি বাতিল করেন রেফারি। কিন্তু রিয়াল ম্যাচে ফেরার জন্য মরিয়াই ছিল। ৮৭ মিনিটে ভিনিসিয়ুসের শট নয়ার গ্লাভসে আটকাতে পারেনি; আর এই সময় দৌড়ে এসে আলগা বল শট করে জালে পাঠিয়ে দেন বদলি হিসেবে নামা হোসেলু।

হোসেলু যোগ করা সময় আবার ম্যাজিক দেখান। রুডিগারে ক্রস পাওয়ার পরে বক্সের ভেতর থেকে বল জালে পাঠিয়ে দেন এই স্প্যানিশ। এ-সময় সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলার পরে ভিএআর পরীক্ষায় দেখা যায় – হোসেলু অনসাইডে ছিলেন; আর রেফারি তখন গোলের সিদ্ধান্ত দিলে জয়ের উল্লাসে মেতে উঠে রিয়ালের সাপোর্টাররা।

Loading...