loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র নয় নির্দেশনা

  • প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হলেন ফোডেন

  • টানা চারবার প্রিমিয়ার লিগ জিতে ম্যানসিটির রেকর্ড

  • ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত

  • মেট্রোরেলের উত্তরা-টঙ্গীতে পাঁচটি স্টেশন হবে

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা


উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন বুধবার (৮ মে) সম্পন্ন হয়েছে। বুধবার (৯ মে) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বগুড়ায় সোনাতলা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন। সারিয়াকান্দি উপজেলায় বিজয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন সজল। গাবতলী উপজেলায় অরুণ কান্তি রায় সিটন নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড়ের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ এস মো. শাহনেওয়াজ প্রধান। তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন খান। আটোয়ারী উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান।

জয়পুরহাট জেলায় নির্বাচনে কালাইতে মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলালে দুলাল মিয়া সরদার ও আক্কেলপুর উপজেলায় মোকছেদ আলী মন্ডল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

জামালপুর সদর উপজেলায় বিজন কুমার চন্দ নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি  জেলার চারটি উপজেলার মধ্যে মানিকছড়িতে মো. জয়নাল আবেদীন, মাটিরাঙ্গায় আবুল কাশেম ভুইয়া, রামগড়ে বিশ্ব প্রদীপ কারবারি বিজয়ী হয়েছেন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শফিকুল ও হরিপুরে আবদুল কাইযুম পুস্প চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান মাসুম ও কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে শিবলী নোমানী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা জেলার সুজানগর উপজেলায় আব্দুল ওহাব, বেড়া উপজেলায় রেজাউল হক বাবু ও সাঁথিয়া উপজেলায় সোহেল রানা খোকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন মিয়া। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইকবাল হোসেন খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

যশোরের মণিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আনারস মার্কায় বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রোমা আক্তার ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মো. শের আলম মিয়া জয়ী হয়েছেন। রোমা আক্তার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মো. শের আলম মিয়া সরাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

কুড়িগ্রামের চিলমারীতে মো: রুকুনুজ্জামান শাহিন (জাপা)  আনারস প্রতীক নিয়ে দ্বিতীয়বার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রৌমারী উপজেলায় মো: শহিদুল ইসলাম শালু (বাংলাদেশ আওয়ামী লীগ) কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। চর রাজিবপুর উপজেলায় মো: শফিউল আলম (বাংলাদেশ আওয়ামী লীগ) আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন।

গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে তিনটি  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতরা হলেন – কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম)। টুঙ্গিপাড়া উপজেলায় মোঃ বাবুল শেখ (দোয়াত-কলম)। গোপালগঞ্জ সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুল (টেলিফোন) নির্বাচিত হয়েছেন।

নাটোর সদর উপজেলায় মোঃ শরিফুল ইসলাম তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নলডাঙ্গা উপজেলায় রবিউল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নড়াইল জেলার কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খান শামীম রহমান ওছি।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট অবনীমোহন দাস ও দিরাই উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার (কাপ-পিরিচ প্রতীক)।ফেনীর পরশুরামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না-থাকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ও মতলব উত্তর উপজেলায় বিজয়ী হয়েছেন মোহাম্মদ মানিক দর্জি।

বান্দরবান জেলা সদরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আলীকদম উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন।

বাগেরহাটের কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে রাড়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু নির্বাচিত হয়েছেন। রামপাল উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাগেরহাট সদর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ খান জিন্নাহ কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আলহাজ্ব মোহাম্মদ পারভেজ কবির ঘোড়া মার্কায় জয়যুক্ত হয়েছেন। হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে, কামাল হোসেন রাজ মোটরসাইকেল মার্কায় জয়ী হয়েছেন। ঘোড়াঘাট উপজেলায় কাজী শুভ রহমান চৌধুরী আনারস মার্কায় জয়যুক্ত হয়েছেন।

Loading...