loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এডিবি চারটি প্রকল্পে বাংলাদেশ ১৩০ কোটি ডলার ঋণ দেবে

  • হজযাত্রীর কোটা বৃদ্ধি না-করার জন্য সৌদি সরকারের প্রতি ধর্ম উপদেষ্টার অনুরোধ

  • রাজধানীর শিশুমেলা-আগারগাঁও সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

  • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন ৫ জুন


ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন ৫ জুন

ঝিনাইদহ-১ (শৈলকূপা) শূন্য আসনে উপ-নির্বাচনে আগামী ৫ জুন ভােটগ্রহণ করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এই আসনে নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এর আগে গত ৮ মে চেম্বার আদালত আসনটির উপ-নির্বাচন স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন; ফলে আসনটি শূন্য হয়। পরে, নির্বাচন কমিশন এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।

তবে, বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ৬ মে আসনটির স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই উপ-নির্বাচন স্থগিতাদেশ দেন। আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ওইদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, উচ্চ আদালত ২১ দিনের জন্য এই উপ-নির্বাচন স্থগিত করেছেন।

গত ৮ মে অ্যাপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেন। ফলে, আসনটিতে নির্বাচন আয়োজনের বাধা কেটে যায়।

Loading...