loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক শিল্পের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বস্ত্র উপদেষ্টার আহ্বান

  • নভেম্বরে দেশে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ

  • বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তীর্ণ হতে চলেছে: বাণিজ্য উপদেষ্টা

  • বিএনপি ঐকমত্য চায়, সঙ্গে নির্বাচনী রোডম্যাপ

  • ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নাহিদা; উন্নতি পিংকি, জ্যোতি ও সুপ্তার

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন ৫ জুন


ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন ৫ জুন

ঝিনাইদহ-১ (শৈলকূপা) শূন্য আসনে উপ-নির্বাচনে আগামী ৫ জুন ভােটগ্রহণ করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এই আসনে নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এর আগে গত ৮ মে চেম্বার আদালত আসনটির উপ-নির্বাচন স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন; ফলে আসনটি শূন্য হয়। পরে, নির্বাচন কমিশন এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।

তবে, বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ৬ মে আসনটির স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই উপ-নির্বাচন স্থগিতাদেশ দেন। আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ওইদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, উচ্চ আদালত ২১ দিনের জন্য এই উপ-নির্বাচন স্থগিত করেছেন।

গত ৮ মে অ্যাপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া সেই আদেশ স্থগিত করেন। ফলে, আসনটিতে নির্বাচন আয়োজনের বাধা কেটে যায়।

Loading...