loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

রিয়ালেই যোগ দেবেন এমবাপে?


রিয়ালেই যোগ দেবেন এমবাপে?

ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আবারও ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তিনি প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি) পুরস্কার অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ২৫ বছর বয়সী এমবাপ্পে এনিয়ে টানা পঞ্চমবার পুরস্কার জিতলেন! ফরাসি অধিনায়ক মোনাকো থেকে রেকর্ড ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দিয়ে সাতটি বসন্ত কাটিয়ে চলতি মৌসুম শেষে অন্যত্র পাড়ি জমাতে যাচ্ছেন। তিনি দুই দিন আগেই প্যারিস ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। কিন্তু কোথায় নতুন ঠিকানা গড়বেন – তা অবশ্য বলেননি। তবে মিডিয়ার গুঞ্জন – তাঁর নতুন বসতি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপে। এক সাক্ষাৎকারে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে তেবাস বলেন, ‘আগামী মৌসুমে সে মাদ্রিদের খেলোয়াড়, হ্যাঁ। তারা যদি পাঁচ বছরের জন্য চুক্তি করে তাহলে সে পাঁচটা মৌসুম সুযোগ পাবে (ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের)।’ 

রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জিতেছে। লস ব্লাংকোস চ্যাম্পিন্স লিগের ফাইনালেও খেলবে। আগামী ১ জুন ফাইনালে দলটির প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

এমবাপে রিয়ালে আক্রমণভাগে নতুন সতীর্থ হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহামকে পাবেন। তাঁকে নিয়ে আরও শক্তিশালী হবে মাদ্রিদের ক্লাবটি। তবে তারকার হাট বসালেই যে শিরোপা নিশ্চিত নয় – সেটাও মনে করিয়ে দিয়েছেন তেবাস, ‘এমবাপে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়; ভিনিসিয়ুস ও বেলিংহামও আছে ওখানে। দুর্দান্ত দল হবে রিয়াল। তবে তাতেই যে লিগ জেতা যাবে – সেই নিশ্চয়তা নেই।’

এমবাপে ২০১৭ সালে পার্ক ডে প্রিন্সেসে বসত গেড়ে সাতটি বসন্ত কাটিয়ে ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন। পিএসজি’র হয়ে ছয়বার ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতেছেন; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ একবারও জিততে পারেননি। এমবাপের পিএসজি ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল। তিনি হয়তাে এই অতৃপ্তি ঘোচানোর স্বপ্ন বুকে লালন করে মাদ্রিদে পাড়ি জমাতে যাচ্ছেন।

Loading...