loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

মেসিবিহীন ইন্টার মায়ামির গোলশূন্য ড্র


মেসিবিহীন ইন্টার মায়ামির গোলশূন্য ড্র

ইন্টার মায়ামি ম্যাচ জেতাটা অনেকটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল। লিগে জিতেছিল টানা পাঁচ ম্যাচ। কিন্তু দলটি বুধবার (১৫ মে) অরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। লিওনেল মেসি এই ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি। আর্জেন্টাইন তারকা মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন। তিনি মায়ামির জেতা পাঁচ ম্যাচেই খেলেছিলেন; জয়েও রেখেছিলেন বড় ভূমিকা।

মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে পুরোটা সময়ই খেলেছেন মেসি। তবে হালকা আঘাত পান ৪৩তম মিনিটে; মন্ট্রিয়লের ফুটবলার জর্জ ক্যাম্পবেল মেসিকে ফাউল করেন। তখন মেসিকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছিল। মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছিল, মেসির চোট ততটা গুরুতর নয়। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে তাঁকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয় ক্লাবটি। অবশ্য এদিন জিততে না পারলেও লিগে টানা আট ম্যাচ অপরাজিত মায়ামি।

আরেক ইন্টার মায়ামি তারকা লুইস সুয়ারেজ লিগে চলতি মৌসুমে ১১টি গোল করেছেন – যা যৌথভাবে সর্বোচ্চ। মেসি না-থাকলেও সুয়ারেজ এদিন শুরু থেকেই খেলেছেন। ম্যাচের শুরুতে গোলের সুযোগও পেয়েছিলেন, তবে কাজে লাগাতে পারেননি। ম্যাচের ১০ মিনিটের মধ্যে আরও একটি বড় সুযোগ নষ্ট করে মায়ামি। এবার গোল করতে ব্যর্থ হন রবার্ট টেলর। সুয়ারেজ-টেলরদের নিশ্চুপ থাকার দিনে প্রতিপক্ষের মাঠে মায়ামির হার এড়িয়েছেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার।

মায়ামি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকার (এমএলএস)-এর ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে রয়েছে। দুই নম্বরে রয়েছে সিনসিনাটি। ১৩ ম্যাচে তাঁদের পয়েন্ট ২৭।

ম্যাচের ফলাফল ছাপিয়ে মায়ামির দুশ্চিন্তার কারণ হতে পারে মেসির এমন ঘনঘন আঘাত পাওয়া। চলতি মৌসুমেই এর আগে বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে। সব মিলিয়ে লিগে মায়ামি তাঁকে ছাড়া খেলেছে পাঁচ ম্যাচে। সামনেই কোপা আমেরিকা থাকায় মেসির চোট নিয়ে আর্জেন্টাইন সমর্থকেরাও উদ্বিগ্ন হতেই পারেন।

Loading...