হিমেল আশরাফ পরিচালিত ছবি ‘রাজকুমার’ গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল। এটি ‘প্রিয়তমা’ টিমের দ্বিতীয় ছবি। নাম ভূমিকায় রয়েছেন সুপারস্টার শাকিব খানই। প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান। মুক্তির পরে দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাত বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। তবে, বড় পর্দায় যারা দেখার সুযোগ পাননি, তাঁদের ‘রাজকুমার’ শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
অবশ্য কবে নাগাদ ওটিটি’র পর্দায় উঠছে ‘রাজকুমার’ – সেটি অবশ্য এখনই খোলাসা করেননি সংশ্লিষ্টরা। তবে ধারণা করা হচ্ছে, ছবিটি আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যেই অন্তর্জালে আসতে পারে।
উল্লেখ্য, ‘রাজকুমার’ ছবির শুটিং বাংলাদেশ ও আমেরিকায় বিশাল আয়োজনে হয়েছে। এতে শাকিব খানের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়াও রয়েছেন – তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু, আরশ খান প্রমুখ।
একজন তরুণের যুক্তরাষ্ট্র যাওয়ার জার্নি এবং তাঁর প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে এই ছবিতে।