রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম সদ্যসমাপ্ত লা লিগার ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ইতালির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সারদিনিয়ায় অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরাদের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। এই তরুণ ইংলিশ মিডফিল্ডার মাদ্রিদে প্রথম বছরে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। তিনি লিগের ৩৬তম শিরোপা জয়ে মাদ্রিদের হয়ে করেছেন সর্বোচ্চ ১৯ গোল। সমর্থক, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে বর্ষসেরাদের বেছে নেওয়া হয়। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।
সেরার পুরস্কার জয়ে বেলিংহাম পিছনে ফেলেছেন – রিয়াল সোসিয়েদাদের টাকেফুসা কুবো, অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজম্যান, জিরোনার আরটেম ডোভিক, লাস পালমাসের কিরিয়ান রড্রিগেজ, বার্সেলোনার রবার্ট লিভান্ডেস্কি, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল বেটিসের ইস্কো, জিরোনার অ্যালেক্স গার্সিয়া ও ভিয়ারিয়ালের আলেক্সান্দার সোরলোথকে।
গালা অনুষ্ঠানে উপস্থিত হতে না-পারা বেলিংহাম এক বার্তায় বলেছেন, ‘এই পুরস্কারের জন্য সবাইকে ধন্যবাদ। এই ধরনের অর্জন সত্যিই গৌরবের। অনুষ্ঠানে উপস্থিত হতে না-পেরে আমি দুঃখিত। কারণ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য আমি প্রস্তুতিতে আছি। এই পুরস্কার আমি সতীর্থ, কোচিং স্টাফ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের সেরা একটি ক্লাবের সমর্থকদের উৎসর্গ করতে চাই। এই দলের হয়ে খেলার সবসময়ই আনন্দের।’
লা লিগার সেরা অন্যান্য পুরস্কার:
বর্ষসেরা দল: এই দলে রয়েছেন চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চারজন খেলোয়াড় – ডানি কার্ভাহাল, অ্যান্টোনিও রুডিগার, ফেডে ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়র। অন্যান্যরা হলেন – উনাই সাইমন, রোনাল্ডো আরাউজো, মিগুয়ের গুটিয়েরেজ, অ্যালেক্স গার্সিয়া, ইকে গুন্ডোয়ান, ইস্কো, সাভিও, আঁতোয়ান গ্রিজম্যান, রবার্ট লেভান্ডেস্কি ও আরটেম ডোভিক।
বর্ষসেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়: বার্সেলোনার লামিন ইয়ামাল।
বর্ষসেরা কোচ: জিরোনাকে অভাবনীয় সাফল্য এনে দেওয়া কোচ মাইকেল সানচেজ।
বর্ষসেরা গোল: গেটাফের বিপক্ষে ওসাসুনার জেসুস আরেসোর করা গোল।