loader image for Bangladeshinfo

শিরোনাম

  • হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা শরিক

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

  • ন্যাশনাল ব্যাংক ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেলো

মায়ামি ১০ ম্যাচ অপরাজিত থাকার পরে হারলো


মায়ামি ১০ ম্যাচ অপরাজিত থাকার পরে হারলো

ইন্টার মায়ামি যুক্তরষ্ট্রের মেজর লিগ সকারের গত ম্যাচে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসকে ছাড়াই ভ্যাঙ্কুভারের বিপক্ষে জিতেছিল। মায়ামির এই তিন তারকাই চেইজ স্টেডিয়ামে বুধবার (২৯ মে) অ্যাটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেছেন। যাহােক, দলটি অ্যাটালান্টার বিপক্ষে হেরে গেছে ৩-১ গোলে। অথচ অ্যাটালান্টা গত ৩১ মার্চের পর থেকে এই ম্যাচের আগ-পর্যন্ত লিগে জয়হীন ছিল। পক্ষান্তরে, মায়ামি লিগে টানা ১০ ম্যাচ পরে হারলো।

এদিন জর্জিয়ার মিডফিল্ডার সাবা লবজানিদজে ৬০ মিনিটের মধ্যেই মূলত ম্যাচের ভাগ্য অনেকটাই গড়ে দেন; তিনি দুটি গোল করে অ্যাটালান্টাকে এগিয়ে দেন। মেসি ৬২ মিনিটে এক গোল করে দলকে ম্যাচে ফেরানোরর ইঙ্গিত দেন। তবে অ্যাটালান্টার জামাল থিয়ারে ৭৩ মিনিটে আরও একটি গোল করলে দলটির অনেকটা জয় নিশ্চিত হয়ে যায়।

গোল না-পেলেও এই ম্যাচের অন্যতম নায়ক মেসির আর্জেন্টিনা জাতীয় দল সতীর্থ থিয়াগো আলমাদা। এই অ্যাটালান্টা তারকা পুরো ম্যাচেই মায়ামির ডিফেন্ডারদের ভুগিয়েছেন।

এই ম্যাচ হারলেও মায়ামি ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। ১৭ ম্যাচ শেষে ক্লাবটির পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা সিনসিনাটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩। তারাও বিগত ম্যাচে ২-০ গোলে হেরেছে ন্যাশভিলের কাছে।

Loading...