সৌদি আরবের আল হিলাল শুক্রবার (৩১ মে) রাতে কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্স-এর রুদ্ধশ্বাস ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা জিতেছে।
পক্ষান্তরে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর শিরোপাবিহীন একটা মৌসুম শেষ করলো। আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা আগেই আল হিলালের কাছে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল। লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পরে তাঁরা এবার কিংস কাপেও আল হিলালের সঙ্গে পেরে উঠেনি।
আল নাসর আরব এমিরেটসের ক্লাব আল আইনের কাছে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে, আল হিলালের কাছে লিগ শিরোপা হারিয়ে স্বপ্ন দেখছিল কিংস কাপ নিয়ে। শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে আল হিলাল সপ্তম মিনিটে আলেক্সান্ডার মিত্রোভিজের গোলে এগিয়ে যায়। ১-০ ব্যবধানে স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ হয়।
৫৬ মিনিটে আল নাসরের গোলরক্ষক ডেভিড অস্পিনা লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ৮৭ মিনিটে আল হিলালের আলি আল বুলাইহি লালকার্ড দেখে মাঠ ছাড়ার পরের মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আইমান। ম্যাচের শেষ দিকে আল হিলালের সেনেগালিজ ডিফেন্ডার কালিদু কুলিবালি লালকার্ড পেলে দলটি ১০ জনে পরিণত হয়।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও কোনো গোল না-হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ। যেখানে পেনাল্টি শুটআউটে আল নাসরকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ঘরোয়া ডাবল শিরোপা জিতে নেয় আল হিলাল।
সৌদি লিগে রোনাল্ডোর এটিই প্রথম মৌসুম। পর্তুগিজ তারকা আল নাসরকে কোনো শিরোপাই এনে দিতে পারলেন-না। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ গিয়েছিল আল নাসর; এরপর ঘরোয়া দুটি শিরোপাই খুঁইয়েছে। যে-কারণে সিআর সেভেন এদিন হেরে কান্নায় ভেঙে পড়েন।