loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

মেসির রেকর্ডের দিনে মায়ামির ড্র


মেসির রেকর্ডের দিনে মায়ামির ড্র

ইন্টার মায়ামি মেজর লিগ সকার (এমএলএস)-এর ম্যাচে সেইন্ট লুইস সিটির বিপক্ষে রোববার (২ জুন) ভোরে মাঠে নেমেছিল। দলটি ফ্লোরিডার চেইজ স্টেডিয়ামে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এদিন মায়ামির একাদশে ছিলেন মেসি, সুয়ারেজ, আলবা ও বুস্কেটসরা। মায়ামি নিজেদের মাঠে প্রতিবারই পিছিয়ে পড়ে কামব্যাক করেছে। উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ একটি গোল করলেও সেটি আরেকটি আত্মঘাতী হওয়ায় জয় পাওয়া হয়নি। মায়ামির হয়ে বাকি দুটি গোল করেছেন মেসি ও জর্দি আল্বা।

লুইস সিটি পঞ্চদশ মিনিটে ক্রিস ডার্কিনের গোলে এগিয়ে যায়। মেসি ১০ মিনিট পরে মায়ামিকে সমতায় ফেরান। আর্জেন্টাইন অধিনায়ক বক্সের ভেতর থেকে জোরালো শটে গোলটি করেন। গোল ও অ্যাসিস্ট দুটিই ছিল দৃষ্টিনন্দন – যা চলতি মৌসুমে মেসির ২৫তম গোল এবং আমেরিকান প্রতিযোগিতায় এটি দ্রুততম। এর আগে ২০১৬ সালে ১৬ ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস ভেলা; মেসি সেই রেকর্ড ভাঙলেন ১২ ম্যাচে।

সেইন্ট লুইস সিটি ৪১ মিনিটে আবার এগিয়ে যায়। অবশ্য সুয়ারেজ বিরতির আগেই সমতায় ফেরান।

এদিন ম্যাচজুড়ে সাবেক তিন বার্সেলোনা তারকাই মূলত মায়ামিকে পথ দেখিয়েছেন। যদিও সুয়ারেজ ৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করে দলকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। যাহোক, পরাজয়টা আসেনি আল্বার ৮৫ মিনিটের গোলের কল্যাণে।

শেষ পর্যন্ত দুই দল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে।

Loading...