loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

পোশাক খাতের অর্জন কাজে লাগিয়ে ব্র্যান্ডিং জোরালো করার তাগিদ


পোশাক খাতের অর্জন কাজে লাগিয়ে ব্র্যান্ডিং জোরালো করার তাগিদ

বাংলাদেশ পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠায় বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) কর্তৃক লিড স্বীকৃতি পাওয়া সেরা কারখানাগুলোর অধিকাংশই বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)-এর সভাপতি মাহবুবুল আলম তৈরি পোশাক শিল্পের এই অনন্য অর্জনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে জোরালো প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, পণ্য উন্নয়ন ও বৈচিত্র্যকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ফ্যাশন ব্র্র্যান্ড প্রতিষ্ঠা করার পরামর্শ দেন।

মাহবুবুল আলম এফবিসিসিআই-এর মতিঝিল কার্যালয়ে শনিবার (১ জুন) আয়োজিত আরএমজি এবং নিটওয়্যারবিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির সভায় তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের প্রতি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং টর্ক ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন। কমিটির ডিরেক্টর ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

এফবিসিসিআই-প্রধান বলেন, এলডিসি উত্তরণের পর অন্যান্য শিল্পের মতো তৈরি পোশাক খাতকেও বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। তবে কমপ্লায়েন্সের দিক থেকে বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেক দূর এগিয়েছে। তিনি এই অগ্রগতিকে কাজে লাগিয়ে এই শিল্পটিকে আরও শক্তিশালী করতে হবে। গতানুগতিক পণ্য উৎপাদনের বাইরে আমাদের নন-কটন গার্মেন্টসে মনোযোগ দিতে হবে।

তিনি নিজেদের সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি গ্লোবাল ফ্যাশন ব্রান্ড দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেন।

Loading...