ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে অনেক জল্পনা-কল্পনার পরে রিয়াল মাদ্রিদেই পাড়ি জমাতে চলেছেন। তিনি গত ফেব্রুয়ারিতে রিয়ালে আসার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপজয়ী এই তারকা এরপর মে মাসে মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন – সেই ঘোষণাও দেন। রিয়াল কিংবা এমবাপে আনুষ্ঠানিক ঘোষণা না-দিলেও ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, এমবাপে ইতোমধ্যে রিয়ালের চুক্তিপত্রে সই করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল – এমন খবরও প্রকাশিত হয়েছে।
এমবাপে পাঁচ বছরের জন্য রিয়ালে নাম লিখিয়েছেন বলে সংবাদে প্রকাশ।
এমবাপে ২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজি-তে এসেছিলেন। ২৫ বছর বয়সী এই ফুটবলার ছয় বছরে দলটির হয়ে সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন।
এদিকে ক্রোয়েশিয়ান তারকা লুকা মড্রিচ রিয়ালের সঙ্গে আরও এক মৌসুমের জন্য মেয়াদ বৃদ্ধি করবেন। ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার গত শনিবার রিয়ালের জার্সিতে ষষ্ঠ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।