loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

অভিনেত্রী সীমানা আর নেই


অভিনেত্রী সীমানা আর নেই

বাংলাদেশের অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৪ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সীমানার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। তিনি স্বামী, দুই সন্তান রেখে গেছেন। বড় ছেলে শ্রেষ্ঠ’র বয়স আট, আর ছোট ছেলে স্বর্গ তিন বছর বয়সী।

সীমানা গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানা যায়, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে। প্রথমদিকে আইসিইউতে রাখা হলেও গত কয়েক দিন তিনি লাইফ সাপোর্টে রাখা ছিলেন।

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন। তিনি অভিনয় করেন ‘দারুচিনি দ্বীপ’ এর মতো সিনেমাতেও। 

তাঁর অভিনয়-জীবনে ২০১৬ সাল থেকে হঠাৎ বিরতি আসে। পরে জানা যায়, দুইবার মা হওয়ার জন্যই ছিল সেই বিরতি। তিনি গত বছর নতুন করে কাজে ফিরেছিলেন।

Loading...