loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এডিবি চারটি প্রকল্পে বাংলাদেশ ১৩০ কোটি ডলার ঋণ দেবে

  • হজযাত্রীর কোটা বৃদ্ধি না-করার জন্য সৌদি সরকারের প্রতি ধর্ম উপদেষ্টার অনুরোধ

  • রাজধানীর শিশুমেলা-আগারগাঁও সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

  • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি

ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া


ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে নেমেছিল; আশা ছিল শিরোপা জয়ের। অথচ, শেষটায় ভরাডুবি দেখতে হয়েছে দলটিকে। দলটি কোনো রকমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে বিশ্বকাপ শেষ করেছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই শংকা জেগেছে তাঁদের। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করার পরে দ্বিতীয় ম্যাচে হেরে বসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফলে ইংল্যান্ডের সুপার এইটে উত্তরণ আপাতত অনিশ্চিত।

ইংল্যান্ড দল নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৮ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে পরাজিত হয়েছে। বার্বাডোজে অস্ট্রেলিয়ার ২০১ রানের জবাবে ইংল্যান্ড করতে পেরেছে ১৬৫ রান।

‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট এখন মাত্র এক। দলটি প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগ করেছে।

অন্যদিকে, স্কটল্যান্ড নামিবিয়ার বিপক্ষে জিতে তিন পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে। বাকি এখনও দুই ম্যাচ। দলটি যদি কোনোভাবে সেই দুই ম্যাচের একটিতেও জয় পায়, তাহলে তাঁদের পয়েন্ট হবে পাঁচ। অন্যদিকে পরের দুই ম্যাচ জিতলেও ইংল্যান্ডের পয়েন্ট হবে পাঁচ। সেক্ষেত্রে দেখা হবে রান রেট। এখন পর্যন্ত ইংল্যান্ডের তুলনায় যেখানে বেশ এগিয়েই রয়েছে স্কটল্যান্ড।

আরেকদিকে, অস্ট্রেলিয়া দুই ম্যাচের দুইটিতেই জিতে এই গ্রুপ থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। আর একটি ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত হয়ে যাবে দলটির। ফলে কঠিন সময়ই সামনে অপেক্ষা করছে ইংল্যান্ডের। স্কটিশদের দুই ম্যাচের দুটিতেই পরাজয়ের প্রত্যাশা করার সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে ইংল্যান্ডকে। সঙ্গে নির্ভর করতে হবে ভাগ্যের ওপর।

Loading...