loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

দক্ষিণ আফ্রিকা বিপর্যয় সামলে নেদারল্যান্ডসকে হারালো


দক্ষিণ আফ্রিকা বিপর্যয় সামলে নেদারল্যান্ডসকে হারালো

দক্ষিণ আফ্রিকা দুই সংস্করণের গত দুই বিশ্বকাপেই নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়েছিল। দলটি এবারও একই প্রতিপক্ষের বিপরীতে বিশ্বমঞ্চে টানা তৃতীয়বারের মতো পরাজয়ের শংকায় ছিল। ১০৪ রানের ছোট লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে মাত্র ১২ রানে পড়ে গিয়েছিল তাঁদের চার উইকেট। যাহোক, ডেভিড মিলার সেই বিপর্যয় সামাল দিয়েছেন দায়িত্বশীল ব্যাটিং করে। দল তাঁর অপরাজিত অর্ধশত রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা 'ডি' গ্রুপের এক লো স্কোরিং ম্যাচে চার উইকেটে জিতেছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে নেদারল্যান্ডস করতে পেরেছে নয় উইকেটে ১০৩ রান। এরপর অসাধারণ বোলিং উপহার দিয়ে লড়াই জমিয়ে তোলে স্কট এডওয়ার্ডসের দল। তবে দক্ষিণ আফ্রিকা ব্যাটার মিলারের কল্যাণে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ছয় বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়।

ম্যাচ-সেরা মিলার ছয়ে নেমে খেলেছেন ৫১ বলে ৫৯ রানের দারুণ ইনিংস। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি চার ও চারটি ছক্কা। তিনি মন্থর পিচে চাপ সামলে পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৭২ বলে ৬৫ রানের জুটি গড়েন। স্টাবস আউট হন ৩৭ বলে ৩৩ রান করে।

এটি দক্ষিণ আফ্রিকাে টানা দ্বিতীয় জয়। এইডেন মার্করামের দল একই ভেনুতে আগের ম্যাচে শ্রীলংকাকে চার উইকেটে হারিয়েছিল।

Loading...