loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাবি’র ক্লাস ১৩ মার্চ ও অনলাইন ক্লাস ২০ মার্চ পর্যন্ত চলবে

  • অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজি, বায়ার্ন, বার্সা, ইন্টার

  • গণতন্ত্র ফিরিয়ে আনতে গণমাধ্যমকে দৃঢ় ভূমিকা পালন করতে হবে: খসরু

  • সরকার ক্রমান্বয়ে কর-অব্যাহতি কমাবে: এনবিআর-প্রধান

দক্ষিণ আফ্রিকা বিপর্যয় সামলে নেদারল্যান্ডসকে হারালো


দক্ষিণ আফ্রিকা বিপর্যয় সামলে নেদারল্যান্ডসকে হারালো

দক্ষিণ আফ্রিকা দুই সংস্করণের গত দুই বিশ্বকাপেই নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়েছিল। দলটি এবারও একই প্রতিপক্ষের বিপরীতে বিশ্বমঞ্চে টানা তৃতীয়বারের মতো পরাজয়ের শংকায় ছিল। ১০৪ রানের ছোট লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে মাত্র ১২ রানে পড়ে গিয়েছিল তাঁদের চার উইকেট। যাহোক, ডেভিড মিলার সেই বিপর্যয় সামাল দিয়েছেন দায়িত্বশীল ব্যাটিং করে। দল তাঁর অপরাজিত অর্ধশত রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা 'ডি' গ্রুপের এক লো স্কোরিং ম্যাচে চার উইকেটে জিতেছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে নেদারল্যান্ডস করতে পেরেছে নয় উইকেটে ১০৩ রান। এরপর অসাধারণ বোলিং উপহার দিয়ে লড়াই জমিয়ে তোলে স্কট এডওয়ার্ডসের দল। তবে দক্ষিণ আফ্রিকা ব্যাটার মিলারের কল্যাণে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ছয় বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়।

ম্যাচ-সেরা মিলার ছয়ে নেমে খেলেছেন ৫১ বলে ৫৯ রানের দারুণ ইনিংস। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি চার ও চারটি ছক্কা। তিনি মন্থর পিচে চাপ সামলে পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৭২ বলে ৬৫ রানের জুটি গড়েন। স্টাবস আউট হন ৩৭ বলে ৩৩ রান করে।

এটি দক্ষিণ আফ্রিকাে টানা দ্বিতীয় জয়। এইডেন মার্করামের দল একই ভেনুতে আগের ম্যাচে শ্রীলংকাকে চার উইকেটে হারিয়েছিল।

Loading...