loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

ইউগান্ডার বিরুদ্ধে রেকর্ড-স্পর্শী জয় ওয়েস্ট ইন্ডিজের


ইউগান্ডার বিরুদ্ধে রেকর্ড-স্পর্শী জয় ওয়েস্ট ইন্ডিজের

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৩-৫ (চার্লস ৪৪, রাসেল ৩০; মাসাবা ২-৩১, রামজানি ১-১৬, নাকরানি ২০-১)
ইউগান্ডা: ১২ ওভারে ৩৯-১০ (জুমা মিয়াজি ১৩*; আকিল ৫-১১, রাসেল ১-৪, জোসেফ ২-৬, মোতি ৬-১)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে জয়ী
ম্যাচ-সেরা: আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউগান্ডার বিজয়োল্লাস বেশি সময় স্থায়ী হলো না। দলটি গত ম্যাচেই পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল। তাঁরা দুই দিন পরেই কঠিন বাস্তবতা টের পেলো। ওয়েস্ট ইন্ডিজের সামনে পড়ে ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়েছে ইউগান্ডা। গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে রোববার (৯ জুন)  ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলটি গুটিয়ে গেছে মাত্র ৩৯ রানে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের যৌথভাবে সর্বনিম্ন সংগ্রহ। নেদারল্যান্ডস এর আগে এই তালিকায় একাই শীর্ষে ছিল। দলটি ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল।

এদিন ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৩৪ রানে। এটি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। সবচেয়ে বেশি রানের জয় শ্রীলংকার। তাঁরা ২০০৭ বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে পরাজিত করেছিল।

স্পিনার আকিল হোসেন ইউগান্ডাকে নিয়ে একপ্রকার ছেলেখেলা করেছেন। বাঁহাতি এই স্পিনার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথমবার শিকারা করেছেন পাঁচ উইকেট। তিনি চার ওভারে মাত্র ১১ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের প্রথম পাঁচ উইকেট শিকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ষষ্ঠ সেরা বোলিং ফিগার। আকিল ইনিংসের প্রথম সাত ওভারের মধ্যেই পাঁচ উইকেট পেয়েছেন। তাঁর স্টাম্প বরাবর করা বলগুলোর কোনো উত্তর ছিল-না ইউগান্ডার ব্যাটারদের কাছে। তাঁর পাঁচ উইকেটের তিনটি এলবিডব্লিউ, দুইটি বোল্ড। ওয়েস্ট ইন্ডিজের বাকি বোলাররা আকিলকে শুধু সঙ্গ দিয়েছেন। রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল, গুড়াকেশ মোতি একটি করে উইকেট পেয়েছেন। আলজারি জোসেফ নিয়েছেন দুই উইকেট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ব্রেন্ডন কিং ও জন্সন চার্লস গড়েন ২৭ বলে ৪১ রানের জুটি। কিং করেন আট বলে ১৩ রান। চার্লস করেছেন ৪২ বলে ৪৪। ব্যাটিং অনুশীলনটা ভালোই করেছেন নিকোলাস পুরান-রাসেলরা। পুরান করেছেন ১৭ বলে ২২ রান, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৮ বলে ২৩। রাসেল অপরাজিত ছিলেন ১৭ বলে ৩০ রানে।

যৌথ-স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এনিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জিতলো। এর আগে তাঁরা পরাজিত করেছিল পাপুয়া নিউগিনিকে। দলটি অবশ্য এরপরও গ্রুপ সির শীর্ষ দল হয়ে উঠতে পারেনি। কেননা, আফগানিস্তান দুই জয় আর তাঁদের চেয়ে ভালো রানরেট নিয়ে শীর্ষে রয়েছে।

Loading...