loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলংকার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী


বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলংকার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাতৃপ্রতীম দু’দেশের স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলংকার বিনিয়োগ চেয়েছেন। শেখ হাসিনা দিল্লিতে সোমবার (১০ জুন) সকালে তাঁর আবাসস্থলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, ‘পর্যটন খাতে এগিয়ে থাকা শ্রীলংকার বিনিয়োগ বাংলাদেশের পর্যটন খাতে কিভাবে আসতে পারে – সেটি নিয়ে দু’নেতা আলাপ আলোচনা করেন।

তিনি জানান, দুই নেতা কৃষি এবং সমুদ্রে জাহাজ চলাচল-সম্পর্কিত পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বৈঠকটি মুলত সৌজন্য সাক্ষাৎ হলেও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শ্রীলংকার প্রেসিডেন্ট তার দেশের সংকটময় মুহূর্তে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা শ্রীলংকার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। জবাবে বিক্রমাসিংহে বলেন, বাংলাদেশ সফরের ব্যাপারে তাঁর ইচ্ছা আছে।

পররাষ্ট্র সচিব (সিনিয়র) মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।

Loading...