loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

টাইগারদের তরী ডুবলো তীরে এসে


টাইগারদের তরী ডুবলো তীরে এসে

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৩-৬ (ক্লাসেন ৪৬, মিলার ২৯; তানজিম সাকিব ৩-১৮, তাসকিন ২-১৯)
বাংলাদেশ: ২০ ওভারে ১০৯-৭ (হৃদয় ৩৭, রিয়াদ ২০, শান্ত ১৪; নর্জিয়া ২-১৭, রাবাদা ২-১৯, মহারাজ ৩-২৭)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা চার রানে জয়ী
ম্যাচ-সেরা: হেনরিক ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য জয় পাওয়া হলো-না বাংলাদেশ দলের। চার রানের জন্য প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় পায়নি বাংলাদেশ। সেই সঙ্গে সুপার এইটের সমীকরণটাও এখন হয়ে গেছে কঠিন। আর এই সবটাই হয়েছে আম্পায়ারদের ভুলে। আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না-গেলে হয়তো টাইগাররা ম্যাচটা বেশ ভালোভাবেই জিততে পারত বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’গ্রুপের উত্তেজনাপূর্ণ ম্যাচে সোমবার (১০ জুন) বাংলাদেশকে চার রানে পরাজিত করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১১৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ আটকে যায় বাংলাদেশ। 

এদিন শেষ তিন ওভারে ছয় উইকেট হাতে নিয়ে ২০ রান দরকার ছিল টাইগারদের। কিন্তু দলটি তিন উইকেট হারিয়ে ১৫ রানের বেশি করতে পারেনি। 

টাইগাররা শ্রীলংকার বিপক্ষে জিতে এবারের বিশ্বকাপ শুরু করেছিল। দলের অবস দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইট-এ উত্তরণ নিশ্চিত করেছে।

Loading...