loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ

  • ঢাকা মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

  • ধনী-গরিব বৈষম্য নিয়ে গবেষণা করে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

  • গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর-অব্যাহতি

  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু

ঈদ-উল-আজহায় বায়তুল মুকাররমে পাঁচটি জামাত


ঈদ-উল-আজহায় বায়তুল মুকাররমে পাঁচটি জামাত

পবিত্র ঈদ-উল-আজহায় প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত আয়োজন করা হবে। এখানে প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় আটটা, তৃতীয় নয়টা, চতুর্থ সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে হবে। ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানিয়েছে। বাংলাদেশে আগামী ১০ জিলহজ ১৪৪৫ হিজরি, ১৭ জুন ২০২৪, সোমবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল সাতটায় অনুষ্ঠেয় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক; মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন (অব:) হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম; মুকাব্বির থাকবেন এই মসজিদের খাদেম আব্দুল হাদী।

তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী; এতে মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো.জসিম উদ্দিন।

সকাল ১০টায় অনুষ্ঠেয় চতুর্থ জামাতে ইমামতি করবেন জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান; এতে মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম রুহুল আমিন।

পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ; মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো. আক্তার মিয়া।

ওই পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না-থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো. আশরাফুল ইসলাম।

Loading...