loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রীতি ম্যাচে গোলে পর্তুগালের বড় জয়


প্রীতি ম্যাচে গোলে পর্তুগালের বড় জয়

পর্তুগাল ইউরো ফুটবলের প্রস্তুতিপর্বে ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল মঙ্গলবার (১১ জুন) রাতে দাপুটে ফুটবল খেলেই জিতেছে। এদিন সিআর সেভেন দুই গোল করেছেন।

পর্তুগাল ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে। দলটি অষ্টাদশ মিনিটে উইঙ্গার হোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তিনি বক্সের মধ্যে বল পেয়ে আচমকা শটে জালে জড়িয়ে দেন। ২২ মিনিটে রোনাল্ডোর ফ্রি কিক পোস্টে লেগে ফেরত না-এলে প্রথম গোল পেতে পারতেন তিনি। যাহোক, আয়ারল্যান্ড তাঁকে আটকে রাখতে পারেনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো ৫০ মিনিট একজনকে কাটিয়ে ঝলকে চোখ ধাঁধানো এক গোল করেন। তিনি এর মিনিট দশেক পরেই বক্সের মধ্যে দিয়েগো জোতার পাসে ফের গোল করেন। ফলে, ইউরোর হট ফেভারিট দেশটি গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

ঘরের মাঠে এটিই হতে পারে সিআর সেভেন-এর শেষ আন্তর্জাতিক ম্যাচ। গুঞ্জন রয়েছে, তিনি জার্মানিতে এবারের ইউরো খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। 

ম্যাচ শেষে এই কিংবদন্তি বলেছেন, “ফুটবলে আমার আর বেশি দিন বাকি নেই... তাই, আমাকে উপভোগ করতে হবে।” “আমি ফুটবলের প্রেমে পড়েছি। এখন প্রতিটি খেলাই আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পর্তুগালের হয়ে আবারো ইউরোতে..., ভাবতেই গর্ব হয়।  এটি একটি স্বপ্ন, যেন আমি ২০ বছর বয়সে ফিরে গেলাম।”

পর্তুগাল ইউরোতে এবার 'এফ' গ্রুপে খেলবে। দলটির প্রথম ম্যাচ ১৮ জুন, চেক রিপাবলিকের বিপক্ষে। এরপর রয়েছে তুরস্ক ও জর্জিয়ার বিপক্ষে ম্যাচ।

Loading...