loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

  • ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

  • ইপিএল বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে

  • আর্সেনালের নতুন বছর শুরু ম্যাচ জিতে

  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ‘বৈদ্যুতিক লুজ কানেকশন’

শ্রীলংকার স্বপ্নভঙ্গ; সুপার এইটে দক্ষিণ আফ্রিকা


শ্রীলংকার স্বপ্নভঙ্গ; সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠলো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মঙ্গলবার (১১ জুন) শ্রীলংকা ও নেপাল মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় ‘ডি’ গ্রুপ থেকে দলটির দ্বিতীয় রাউন্ডে উত্তরণ নিশ্চিত হলো। দক্ষিণ আফ্রিকা এ-পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে। প্রোটিয়াস গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

নেপালের বিপক্ষে শ্রীলংকার মঙ্গলবারের ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। ২০১৪ আসরের চ্যাম্পিয়ন দেশটি এবার প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে সুপার এইটের মিশন থেকে অনেকটাই ছিটকে পড়েছিল। দলটি তারপরও শেষ দুই ম্যাচে জয়ের আশায় বুক বেঁধেছিল। কিন্তু তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায় সব সমীকরণই অকার্যকর হয়ে গেলো। এখন ‘মিরাকেল’ ছাড়া শ্রীলংকার সুপার এইটে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

নেপালও হতাশায় পুড়ছে শ্রীলংকার বিপক্ষে খেলতে না-পারায়। কারণ, রোহিত পাউডেলের দল নেদারল্যান্ডসের কাছে হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে উন্মুখ হয়েছিল; কিন্তু সেটি আর হলো না। অবশ্য সুপার এইটে অগ্রগামী হতে তাঁদের আশাও এখনো শেষ হয়ে যায়নি; ম্যাচ বাকি রয়েছে আরও দুইটি।

পণ্ড হওয়া ম্যাচে শ্রীলংকা এক পয়েন্ট পাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ। কারণ, দক্ষিণ আফ্রিকার পরে এই গ্রুপ থেকে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ শ্রীলংকাই। অবশ্য নাজমুল হোসেন শান্তর দলের জন্য এখনও চ্যালেঞ্জ রয়েই যাচ্ছে; তাঁদেরকে পরের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জিততে হবে।

টাইগাররা একটি ম্যাচ হারলেই আবার জটিলতায় পড়বে। কেননা, দুই ম্যাচ খেলে বাংলাদেশের মতো নেদারল্যান্ডসেরও রয়েছে একটি জয়।

Loading...