loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

৩৪ বলে ম্যাচ জিতে সুপার এইটে অস্ট্রেলিয়া


৩৪ বলে ম্যাচ জিতে সুপার এইটে অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত স্কোর
নামিবিয়া: ৭২-১০; ১৭ ওভার (এরাস্মাস ৩৬, লিন্গেন ১০; জাম্পা ৪-১২, স্টয়নিস ২-৯, হ্যাজলউড ২-১৮)
অস্ট্রেলিয়া: ৭৪-১; ৫.৪ ওভার (হেড ৩৪*, মার্শ ১৮*, ওয়ার্নার ২০; ভিসা ১-১৫)
ফলাফল: অস্ট্রেলিয়া নয় উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: অ্যাডাম জাম্পা

অস্ট্রেলিয়া জিতলেই ‘বি’ গ্রুপ থেকে সুপার এইট পর্বে উত্তরণ নিশ্চিত – দলটি এমন সমীকরণ নিয়ে নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল। অবশ্য অস্ট্রেলিয়া যে এতটা দাপট দেখাবে – তা হয়তো অনেকেই ভাবেননি। দলটি ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় মঙ্গলবার (১১ জুন) নামিবিয়াকে মাত্র ৭২ রানে আউট করে পাওয়ার প্লেতেই ম্যাচ জিতে নিয়েছে। ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের তাণ্ডবে অজি লক্ষ্য স্পর্শ করেছে মাত্র ৫.৪ ওভারেই। অর্থাৎ, তাঁরা ৮৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতেছেন, শুধু ওয়ার্নারের উইকেট হারিয়ে। দলটি এর আগে ওমান ও ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল। দলটি টানা তিন জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে পৌঁছে গেলো। পক্ষান্তরে, নামিবিয়া অনুমিতভাবেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল হাতে রেখে পাওয়া জয়ের তালিকায় অস্ট্রেলিয়ার এই জয়টি রয়েছে দ্বিতীয় স্থানে। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এখনো শ্রীলংকার। তাঁরা বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ আসরে চট্টগ্রামে ৯০ বল হাতে রেখে নেদারল্যান্ডসকে হারিয়েছিল।

মঙ্গলবার দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার ৭৩ রানের লক্ষ্য পেয়ে খুব দ্রুত খেলা শেষ করতেই মনোযোগী ছিলেন। ওয়ার্নার আট বলে ২০ রান করে ডেভিড ভিসার বলে আউট হলেও অস্ট্রেলিয়ার দ্রুত লক্ষ্যে পৌঁছাতে একেবারেই বেগ পেতে হয়নি। হেড ১৭ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক মার্শ নয় বলে অপরাজিত ১৮ রান করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়ার জয়ের ভিত্তি মূলত বোলাররাই গড়ে দিয়েছেন। কাজটা করেছেন মূলত স্পিনার অ্যাডাম জাম্পা-ই। তিনি চার ওভারে ১২ রান খরচে চার উইকেট নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের কীর্তি গড়লেন। এদিন ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁরই হাতে।

নামিবিয়ার সংগ্রহটা আরও ছোট হতে পারতো। দলটি ৪৩ রান করতেই হারিয়েছিল আট উইকেট। তবে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ৩৬ রান দলীয় সংগ্রহকে ৭২-এ নিয়ে যায়। তাঁদের ৫০ শতাংশ রান এরাসমাস একাই করেছেন। তিনি ছাড়া দুই অংক ছুঁতে পেরেছেন শুধু একজন – ওপেনার মাইকেল ফন লিনগেন। 

টি-টোয়েন্টি ক্রিকেটে নামিবিয়ার সর্বনিম্ন সংগ্রহ এটিই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো দলেরও সর্বনিম্ন সংগ্রহ এটা।

Loading...