loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এডিবি চারটি প্রকল্পে বাংলাদেশ ১৩০ কোটি ডলার ঋণ দেবে

  • হজযাত্রীর কোটা বৃদ্ধি না-করার জন্য সৌদি সরকারের প্রতি ধর্ম উপদেষ্টার অনুরোধ

  • রাজধানীর শিশুমেলা-আগারগাঁও সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

  • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি

তাহসান-মিথিলা এক মঞ্চে, উপলক্ষ্য ‘বাজি’


তাহসান-মিথিলা এক মঞ্চে, উপলক্ষ্য ‘বাজি’

জনপ্রিয় বাংলাদেশি গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা বিচ্ছেদের পর প্রথমবারের মতো একমঞ্চে হাজির হলেন। একসময়ের শোবিজাঙ্গনের আলোচিত এই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৭ সালে। এরপর কেটে গেছে প্রায় সাত বছর। এই লম্বা সময়ে একসঙ্গে দেখা হয়নি দু’জনার। তবে বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল সবসময়ই। সেটাই আরও একবার প্রমাণ করলেন তাঁরা। সম্প্রতি তাহসান ও মিথিলা ওটিটি প্লাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটির নাম ‘বাজি’, নির্মাণ করেছেন আরিফুর রহমান।

‘বাজি’ ঈদে স্ট্রিমিং হবে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুন) রাজধানী গুলশানের একটি ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে। এই দুই তারকাকে একমঞ্চে হাস্যোজ্জ্বলভাবেই দেখা গেছে। তাঁদের মাঝখানে বসে ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি।

‘বাজি’র মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাঁকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে।  তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি-না – তা নিশ্চিত করেনি চরকি। অবশ্য জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।

এর আগে তাহসান বলেছিলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ আছে। সেখানে টেলিভিশন নাটকের চেয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভালো পরিচালক, অনেক বেশি প্রস্তুতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।’ শেষ পর্যন্ত ‘বাজি’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তাঁর।

এবার তাহসান বললেন, ‘বাজির গল্প দারুণ। ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক – এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না।’

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন – মিম মানতাশা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকেই।

Loading...