loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

প্রেক্ষাগৃহে ‘তুফান’ তাণ্ডব চলছেই, আয়ে ‘রেকর্ড’


প্রেক্ষাগৃহে ‘তুফান’ তাণ্ডব চলছেই, আয়ে ‘রেকর্ড’

‘তুফান’ ছবিটির ঘোষণা যখন এসেছিল, তখন প্রায় সবাই ধারণা করেছিল – চমকপ্রদ কিছুই হবে। প্রথমবার রায়হান রাফির নির্মাণে মেগাস্টার শাকিব খানের ছবি বলে কথা। ছবিটিতে আরও অভিনয় করেছেন – চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। এবং সবার সেই অনুমান যে ভুল ছিল-না – তার প্রমাণ এখন সামনেই। ‘তুফান’ এবারের ঈদ-উল-আজহায় মুক্তি পেয়ে চালাচ্ছে তাণ্ডব।

বাংলাদেশের সব মাল্টিপ্লেক্সে জায়গা করে নিয়েছে ‘তুফান’; আর সেখানে বিস্ময়কর রেকর্ডও গড়ছে। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শুরুতে ছবিটির জন্য বরাদ্দ দেওয়া হয় ২২টি শো। কিন্তু দর্শকের আগ্রহে সেই শো সংখ্যা গিয়ে পৌঁছায় ৫৬-তে, যা বাংলা ছবির ইতিহাসে নতুন রেকর্ড বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

‘তুফান’ তাণ্ডবের একই চিত্র রাজধানীর আরেক মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস-এ। সেখানেও প্রতিদিন সর্বাধিক শো চলছে ছবিটির। পুরান ঢাকার লায়ন সিনেমাসেও ছবিটির একচেটিয়া দাপট দেখা যাচ্ছে।

বাংলাদেশের সিনেমায় বক্স অফিস নেই। তাই আয়ের সঠিক হিসেব বরাবরই আড়ালে থেকে যায়। তবে ‘তুফান’-এর প্রযোজক ও নির্মাতার দাবি, তাঁদের ছবিটি রেকর্ড পরিমাণ আয় করেছে। ‘তুফান’ বাংলা সিনেমার আগের সেই জৌলুসময় অধ্যায়-ই যেন ফিরিয়ে এনেছে।

ছবিটির ‘লাগে উরা ধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ গানের সময় বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের উল্লাস দেখা গেছে। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ‘উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ গান দু’টি। এগুলো ইউটিউবে প্রকাশের পরপরই ট্রেন্ডিংয়ে চলে আসে। ভারতের আকাশ সেনের কথা, সুর ও সংগীতে ‘দুষ্টু কোকিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। প্রীতম হাসানের সংগীতায়োজনে ‘লাগে উরা ধুরা’ গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশের অন্তরা রায় চৌধুরী (দেবশ্রী অন্তরা)।

এই ছবি মধ্যরাতে ছবি প্রদর্শনীর ঘটনাও ফিরিয়ে এনেছে। ময়মনসিংয়ের ছায়াবাণী, সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব, সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হল ও গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে রাত ১১টা ও ১২টায় ‘তুফান’-এর  প্রদর্শনী হয়েছে বলে জানা গেছে।

এক মাস ধরে অন্তর্জালে শোবিজের যেসব বিষয় নিয়ে চর্চা হয়েছে ও হচ্ছে – ‘তুফান’ তার মধ্যে নিঃসন্দেহে শীর্ষে। এর শুরুটা হয়েছিল ছবির টিজারের মাধ্যমে। সেখানে শাকিবের বিধ্বংসী রূপ আর চঞ্চলের এক সংলাপ ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। অতঃপর ২৮ মে প্রকাশিত হয় ছবিটির একটি গান ‘লাগে উরা ধুরা’ – যা আলোচনার ঝড় বইয়ে দেয়।

‘তুফান’ বিদেশেও মুক্তি পাবে – এটা জানাই ছিল। ছবিটি ২৮ জুন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে। এর জন্য দুই দেশে প্রচারণা এবং অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে বলে সংবাদে প্রকাশ।

Loading...