loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

১৭ বছর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত


১৭ বছর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৭৬-৭, ২০ ওভার (কোহলি ৭৬, প্যাটেল ৪৭; মহারাজ ২-২৩)
দক্ষিণ আফ্রিকা: ১৬৯-৮, ২০ ওভার (ক্লাসেন ৫২, ডি কক ৩৯; পান্ডিয়া ৩-২০)
ফলাফল: ভারত সাত রানে জয়ী
ম্যাচ-সেরা: ভিরাট কোহলি (ভারত)
টুর্নামেন্ট-সেরা: যশপ্রীত বুমরা

ভারত ১৭ বছর পরে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো। বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার (২৯ জুন) বিশ্বকাপ নবম আসরের ফাইনালে ভারত সাত রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। ভারত এর আগে ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল।

শনিবার ভারত প্রথমে ব্যাট করে ভিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে সাত উইকেটে ১৭৬ রান করে। ভিরাট ৫৯ বলে ৭৬ রান করেছেন। 

জবাবে দক্ষিণ আফ্রিকা ১৫ ওভার শেষে জয়ের জন্য ৩০ বলে ৩০ রানের সমীকরণ নামিয়ে আনে। কিন্তু প্রোটিয়ারা শেষ পাঁচ ওভারে ভারতীয় বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যের সামনে ২২ রানের বেশি নিতে পারেনি।

দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জিততে পারলো-না। দলটি এদিন জেতার সম্ভাবনা জাগিয়েও আবারও প্রমাণ করলো – চাপের মুখে এখনো আগের মতোই ভেঙে পড়েন তাঁরা।

ম্যাচ-সেরা কোহলি চিরস্মরণীয় এই ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত জানিয়েছেন – তিনি আর খেলবেন-না আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট।

Loading...