loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

নারী এশিয়া কাপে জেসি প্রথম বাংলাদেশি আম্পায়ার


নারী এশিয়া কাপে জেসি প্রথম বাংলাদেশি আম্পায়ার

সাথিরা জাকির জেসি এই মাসে শ্রীলংকায় অনুষ্ঠেয় নারী এশিয়া কাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। জেসি তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করে বলেন, এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ছিল, অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নতুন মিশন নারী এশিয়া কাপ ২০২৪ (শ্রীলংকা)। তিনি আরও লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলংকায় মহিলা এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

নারী এশিয়া কাপ ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলংকায় হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অংশ নেবে।

বিসিবি এই বছরের মার্চে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার – জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ করে।

Loading...