loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের বেপজা পরিদর্শন


চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের বেপজা পরিদর্শন

চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (৭ জুলাই) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র নির্বাহী অফিস পরিদর্শন করেছে। চীনা সিটিইএক্সআইসি কর্পোরেশনের চেয়ারম্যান হুয়াং লিয়ানশেংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়ে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাংলাদেশে ইপিজেড-এর সূচনা ও কার্যক্রম সম্পর্কে তাঁদেরকে অবহিত করেন। তিনি বলেন, ৪৩ বছর আগে কার্যক্রম শুরু করে আজ পর্যন্ত বেপজা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে। এই লক্ষ্য অর্জনের অন্যতম মাধ্যম হলো – উৎপাদন খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আনয়ন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘পর্যাপ্ত এবং সস্তা শ্রমশক্তির সহজলভ্যতার কারণে তৈরি পোশাক শিল্প আমাদের উৎপাদন খাতে আধিপত্য বিস্তার করে থাকলেও, আমরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য, গাড়ির যন্ত্রাংশ, তথ্যপ্রযুক্তি পণ্য, মেশিনারি পার্টসের মতো বৈচিত্র্যময় খাতে আরও বিনিয়োগকে উৎসাহিত করছি।’ পোশাক ও টেক্সটাইল ছাড়াও এসব বৈচিত্র্যময় খাতে বিনিয়োগের জন্য তিনি চীনা প্রতিনিধিদলকে আহ্বান জানান।

হুয়াং লিয়ানশেং বেপজার সাথে সহযোগিতা জোরদার করাসহ টেক্সটাইল এবং পোশাক শিল্পে বিনিয়োগ বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্র অন্বেষণ করার আশা প্রকাশ করেন।

বেপজা’র সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর বলেন, বেপজা বাংলাদেশের একটি অগ্রগামী বিনিয়োগ উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি ৪৪ বছর ধরে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ইপিজেডসমূহে বিনিয়োগকারীদের সেবা প্রদান করে আসছে। তিনি চীনা বিনিয়োগকারীদের তাঁদের পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) ফজলুল হক মজুমদার পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বেপজার সার্বিক কার্যক্রম, পরিচালন পদ্ধতি এবং ইপিজেডের বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি, প্রণোদনা বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।

Loading...